পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8の8 প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [১০ অধ্যায়। একত্র করিয়৷ তাছাদের অপেক্ষাতে ছিল । পরে পি- ২৫ তর গৃহেতে উপস্থিত হইলে কর্ণালিয় তাহার সহিত সাক্ষাৎ করিয়া চরণে পড়িয়া প্রণাম করিল । তখ- ২৬ ন পিতর তাহাকে উঠাইয়া কছিল, দাড়াও ; আমিও মনুষ্য । পরে কর্ণালিয়ের সহিত আলাপ করিতে ২ ঘ- ২৭ রে প্রবেশ করিল, এবং তন্মধ্যে বহুলোকের সমারোহ দেখিয় তাহাদিগকে কহিল ; অন্য জাতীয় লোকদের ২৮ সহিত আলাপ ব্যবহার করা কিম্ব তাহদের গৃহমধ্যে প্রবেশ করা যিহুদীয়দের নিষেধ আছে, ইহা তোমরা অবগত আছে; কিন্তু কোন মনুষ্যকে অব্যবহার্ঘ্য কিম্ব। অশুচি জ্ঞান করা অামার উচিত হয় না, ইহা ঈশ্বর আমাকে জানাইয়াছেন । এই নিমিত্তে আহবান শু- ২৯ নিবণমাত্র কোন আপত্তি না করিয়া তোমাদের নিকটে চলিয়। আইলাম ; জিজ্ঞাসা করি, তোমরা কিসের জন্যে আমাকে ডাকাইলা ? তখন কণীলিয় বলিতে ৩০ লাগিল, আদ্য চারি দিন হইল এত বেল পৰ্য্যন্ত অনাছারে ছিলাম ; তাহাতে তৃতীয় প্রহর বেলা হইলে গৃহেতে প্রার্থনা করণ সময়ে তেজোময় বস্ত্র পরিহিত এক ব্যক্তি আমার সাক্ষাতে দাড়াইয়। এই কথা ক- ৩১ হিল ; হে কণীলিয়, তোমার প্রার্থনা ঈশ্বরের কর্ণগোচর, এবং তোমার দানাদি র্ত হার সাক্ষাতে উপস্থিত হইয়াছে । অতএব যাফো নগরেতে লোকদিগকে প।- ৩২ ঠাইয়া সে স্থানে সমুদ্রের তীরে শিমোন নামে এক চামারের গৃহে বাসকারি পিতর নামে বিখ্যাত যে শিমোন, তাহাকে ডাকাও ; তাহাতে সে আসিয় তোমাকে উপদেশ দিবে । এই নিমিত্তে তৎক্ষণাৎ তো- ৩৩ মার নিকটে লোক পাঠাইয়। দিলাম ; তুমি যে আ 404