পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। 8, 6. হে ইসায়েল মনুষ্যেরা, হে ঈশ্বরপরায়ণ লোক সকল, ১৭ অবধান কর । এই ইসায়েল লোকদের ঈশ্বর আমাদের পূর্বপুরুষদিগকে মনোনীত করিয়া লইলেন, ও মিসরদেশে প্রবাস করণের সময়ে তাহাদের উন্নতি করিয়৷ তথাহইতে নিজ বাহুবলেতে তাহাদিগকে বহির্গত ১৮ করিয়া আণনিলেন । তদনন্তর প্রায় চল্লিশ বৎসর পশু র্য্যন্ত মহাপ্রান্তরে তাহাদিগকে ভরণ পোষণ করিয়া ১৯ কিনান দেশান্তঃপাতি সপ্ত রাজ্য নষ্ট করিলে গুলিবঁটদ্বারা ঐ সমস্ত দেশের অধিকার তাহাদিগকে ২০ দিলেন । অপর প্রায় চারি শত পঞ্চাশ বৎসর পর্যন্ত অর্থাৎ শিমুয়েল ভবিষ্যদ্বক্তার সময় পৰ্যন্ত তা২১ হাদের উপরে বিচারকতৃগণকে নিযুক্ত করিলেন । তদনন্তর তাহারা এক রাজাকে প্রার্থনা করিলে ঈশ্বর বিনয়ামীন বংশোদ্ভব কীশের পুত্র শেলকে চল্লিশ ২২ বৎসর পর্য্যন্ত তাহদের উপরে রাজা করিলেন । পরে তাহাকে পদচ্যুত করিয়া “ষে আমার ইষ্টক্রিয় স** কল করিবে, এমন আমার মনের মত এক জন “ যিশয়ের পুত্ৰ দায়ুদকে পাইলাম,” যাহার বিষয়ে তিনি এই প্রমাণ দিলেন, সেই দায়ুদকে তাহদের উপরে রাজত্ব করিবার নিমিত্তে উৎপন্ন করিলেন । ২৩ এবং আপন প্রতিশ্রুত বাক্যানুসারে ঈশ্বর ইসায়েল লোকদের নিমিত্তে ঐ দায়ুদের বংশেতে এক জন ২৪ ঘীশু অর্থাৎ ত্ৰাণকৰ্ত্তাকে উৎপন্ন করিলেন। র্তাহার প্রকাশ হওনের পূর্বে যোহন ইসায়েল লোকদের কাছে মনঃপরিবর্তন সূচক বাপ্তিসূমের প্রসঙ্গ প্রচার ২৫ করিল । আর যে কৰ্ম্মের ভার পাইয়াছিল, যোহন তাহা নিম্পন্ন করিতেই এই কথা কহিল, ‘তোমরা আ 4 15