পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। 33 y ১৯ তৎক্ষণাৎ সে ভূত তাহাহইতে বহির্গত হইল । তখন আপনাদের লাভের প্রত্যাশা বিফল হইল, ইহা দেখিয় তাহার প্রভুগণ পোলকে এবং সীলকে ধরিয়৷ টা২০ নিয়া বিচারস্থানে অধ্যক্ষদের নিকটে অগনিল । পরে শাসনকর্তাদের নিকটে তাহাদিগকে লইয়া গিয়া, রোমীয় লোক যে আমরা, আমাদের যে ব্যবহার গ্রহণ ২১ ও পালন করিতে নাই, ইহার যিহুদীয় লোক হইয় তাহাই শিক্ষা দিয়৷ আমাদের নগরে অতিশয় কলহ ২২ করিতেছে, ইহা বলিলে লোকসমূহ তাহাদের প্রতিকুলে উঠিল, এবং শাসনকৰ্ত্তারা তাহদের বস্ত্র ছি২৩ ড়িয়া বেত্ৰাঘাত করিতে আজ্ঞা দিল । এবং তাছাদের বিস্তর প্রহর হইলে পর কারাগারে লইয়। গিয়া সাবধানৰূপে রক্ষা করিতে কারারক্ষককে আজ্ঞা দিল । ২৪ এ প্রকার আজ্ঞা পাইয়। সে তাহাদিগকে অন্তরস্থ কারাগারে ফেলিয়। তাহদের পায়ে হাড়ি দিয়া বদ্ধ করিয়া রাখিল । ২৫ পরে রাত্রির দুই প্রহর সময়ে পেল এবং সীল ঈশ্বরোদেশে প্রার্থনা ও গান করিল, তাহাতে বন্দি ২৬ লোকের। তাহীদের রব শুনিল । তখন অকস্মাৎ এমন এক মহাভূমিকম্প হইল, যে ভিত্তিমূলের সহিত কারাগার টলটলায়মান হইতে লাগিল ; এবং তৎক্ষণাৎ সমস্ত দ্বার মুক্ত হইল, এবং সকলের বন্ধন ২৭ খুলিয়া গেল । অতএব কারারক্ষক নিদ্রাহইতে জনগ্রৎ হইয়। কারাগারের দ্বার মুক্ত দেখিয়া, বন্দি লোকেরা পলায়ন করিয়াছে, ইহা অনুমান করিয়া কোষ হইতে খড়গ বাহির করণ পূৰ্ব্বক আত্মঘাতী হইতে ২৮ উদ্যত হইল। কিন্তু পোল উচ্চৈঃস্বরে তাহাকে ডাকি429