পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭ অধ্যায়।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। 8 ○ হা হইবে না, আপনারা আসিয়া অামাদিগকে বাহির ৩৮ করিয়া লইয়া যাউক । তখন পদাতিকের শাসনক প্তাদিগকে এই সংবাদ দিলে পর তাহারা যে রোমি ৩৯ লোক, এ কথা শুনিয়া ভীত হইয় তাহদের নিকটে আসিয়া বিনয় করিল, এবং বাহির করিয়া নগরহইতে ৪ ও প্রস্থান করিতে প্রার্থনা করিল । তাহাতে তাহারা o কারাগারহইতে নির্গত হইয়। লুদিয়ার বাটতে গেল ; অনন্তর ভ্রাতৃগণের সঙ্গে দেখা করিয়া তাহাদিগকে সাস্তৃনা করিলে পর তথাহইতে প্রস্থান করিল। - ১৭ অধ্যায় । ১ থিষলনীকী নগরে পৌলদ্বারা গ্রীষ্টের কথা প্রচার ও কতক লোকের বিশ্বাস ও অন্যদের বিরোধ ১০ ও পৌল ও সীলের বিরয় নগরে গমন ও গ্রীষ্টের কথা প্রচার প্রযুক্ত তাড়িত হওন ১১ ও আর্থীনী নগরে পৌলের গমন ও লোকদের সহিত বিচার করণ ২২ ও আরেয়পাগে খুঁষ্টের কথা প্রচার করণ ও কতক লোকের বিক্রপ ও কতক লোকের বিশ্বাস করণ। পরে পৌল ও সীল আম্ফিপলি ও আপল্লোনিয়। নগর দিয়৷ গমন করিয়া থিষলনীকী নগরেতে উপ ২ স্থিত হইল । সেই স্থানে যিহুদীয়দের এক ভজনা লয় থাকিলে পোল আপন রীত্যনুসারে তাহদের নিকটে গিয়া তিন বিশ্রামবারে তাহদের সঙ্গে ধৰ্ম্মপুস্ত ৩ কের কথার বিচার করিল ৷ ফলতঃ অভিষিক্ত ত্ৰাতা কে দুঃখভোগ করিতে এবং কবরহইতে উত্থান করিতে হইল, এবং তোমাদের নিকটে যে যীশুর প্রসঙ্গ প্রচার করিতেছি, তিনিই অভিষিক্ত ত্ৰাত, সে এই সকল কথা প্রকাশ করিয়া প্রমাণ দিয়া স্থির করিল। ৪ তাহাতে তাহদের মধ্যে কএক জন ও অন্যদেশীয় অ নেক ভক্ত লোক ও অনেক প্রধান স্ত্রীলোক বিশ্বাস 431