পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 \98 প্রেরিতদৈর ক্রিয়ার বিবরণ। [১৭ অধ্যায় । অতএব পোল আরেয়পাগের মধ্যস্থলে দাড়াইয়া ২২ এই কথা কহিতে লাগিল ; হে আৰ্থীনীয় লোকের, তোমরা সর্বতোভাবে দেবপূজাতে আসক্ত, ইহা অামি প্রত্যক্ষ দেখিতেছি । যেহেতুক পৰ্যটনের সময়ে ২৩ তোমাদের পূজ্য বস্তু দেখিতেই ‘অজ্ঞাত দেবতার উদেশে, এই লিপিযুক্ত এক যজ্ঞবেদি দেখিলাম; অতএব না জানিয়া যাহাকে পূজা করিতেছ, র্তাহার তত্ব তোমাদের নিকটে প্রচার করি । জগৎ এবং জগৎস্থ ২৪ সমুদয় বস্তুর সৃষ্টিকৰ্ত্ত যে ঈশ্বর, তিনি স্বর্গ ও পৃথিবীর একাধিপতি হইয়া হস্তকৃত মন্দিরে বাস করেন না ; আর তিনিই সকলকে জীবন ও প্রাণ ও তাবৎ ২৫ সামগ্ৰী দেন ; অতএব তিনি যে কোন সামগ্রীর অভাব প্রযুক্ত মনুষ্যদের হস্তদ্বারা সেবিত হন এমন নয় । তার তিনি এক রক্তহইতে তাবৎ জাতীয় মনু- ২৬ ষ্যকে সৃষ্টি করিয়া তাবৎ ভূমণ্ডলে বাস করিতে দিয়৷ পূৰ্ব্বকালে তাছাদের নিৰূপিত সময়ের এবং বাসসীমার নিশ্চয় করিয়াছেন ; তাহাতে লোকেরা যদি কোন প্র- ২ ৭ কারে অনুসন্ধান করিয়া পরমেশ্বরের তত্বজ্ঞান পাইতে পারে, তন্নিমিত্তে র্তাহার অন্বেষণ করিতে হয় । কিন্তু তিনি আমাদের কাহারও হইতে দূরে আছেন তাহী নছে ; আমরা তাহাদ্বার। নিশ্বাস প্রশ্বাস ত্যাগ ২৮ ও গমনাগমন ও প্রাণ ধারণ করিতেছি ; এবং তোমাদের কএক জন কবি কহিয়াছে, যথা, ‘আমরাও র্তাহার বংশ । অতএব আমরা যদি ঈশ্বরের বংশ হই, ২৯ তবে মনুষ্যদের বিদ্যাতে ও কৌশলেতে খোদিত যে স্বর্ণ কি ৰূপ্য কি প্রস্তর, ইহাদের তুল্য ঈশ্বরকে জ্ঞান করা অামাদের কৰ্ত্তব্য নহে । আর সেই পূৰ্ব্বকালীয় No o 43.4