বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ । 8X❍ ☾ অজ্ঞানতার প্রতি ঈশ্বর দৃষ্টি না করিয়া এখন সৰ্ব্বত্র ৩১ সকলকে মনঃপরিবর্তন করিতে আগজা দিতেছেন ; যেহেতুক তাপন নিয়োজিত এক পুরুষদ্বারা যে দিনে তিনি ন্যায়েতে পৃথিবীস্থ তাবৎ লোকের বিচার করিবেন, এমন এক দিন নিৰূপণ করিয়াছেন, আর র্তাছাকে কবরহইতে উত্থিত করাতে তদ্বিষয়ে সকলের ৩২ নিকটে প্রমাণ দিয়াছেন। তখন মৃত লোকদের উত্থানের কথা শুনিয়া কেহ২ উপহাস করিল ; আর কেহ২ বলিল, তোমার কাছে ইহার প্রসঙ্গ পুনর্বার শুনিব । ৩৩ তাহাতে পোল তাহদের নিকটহইতে প্রস্থান করিল। ৩৪ তথাপি কোন লোকেরা তাহার সঙ্গে মিলিত হইয়। বিশ্বাস করিল ; তাহাদের মধ্যে আরেয়পাগীয় দিয়নুষিয় এবং দামরি নামে এক স্ত্রী ও অণর কএক জন ছিল । ১৮ অধ্যায় । ১ পৌলের করিস্থ নগরে গমন ও শ্রম করণ ও ঈশ্বরের কথা প্রচার করণ ১২ ও গাল্লিয়োর নিকটে অপবাদিত হইলেও তাহার মুক্ত হগুন ১৮ ও নানা নগরে যাইয়া শিষ্যদিগকে স্থির করণ ২৪ ও আপল্লোর বিবরণ । ১ ঐ ঘটনার পরে পোল আর্থীনী নগরহইতে যাত্রা ২ করিয়া করিন্থ নগরে আইল । ঐ সময়ে ক্লেদিয় সকল যিহুদীয়দিগকে রোম নগর ত্যাগ করিয়৷ যাইতে আজ্ঞ করাতে, প্রিস্কিল্প নামী জায়ার সহিত ইতলিয়া দেশহইতে কিঞ্চিৎ পূর্বে আইল যে পন্ত দেশজাত আকিলা নামে এক যিহুদীয় লোক, তাহার সা ご、 ৩ ক্ষাৎ পাইয়। পোল তাহদের নিকটে গেল । তাহার তাম্বু নিৰ্ম্মাণ ব্যবসায়ী, তৎপ্রযুক্ত পরস্পর একব্যবসা য়ী হওয়াতে সে তাহাদের সহিত বাস করিয়া ঐ কৰ্ম্ম 435