পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 8 R প্রেরিতদের ক্রিয়ার বিররণ । [১৯ অধ্যায়। য়দের দীয়ান মহাদেবী হয় । তাহাতে তাবৎ নগর কলহেতে পরিপূর্ণ হইল ; পরে তাহারা মাকিদনীয় গায় ও আরিষ্টখ নামে পোলের मूझे জন সহচরকে ধরিয়া লইয়া একচিত্তে রঙ্গভূমিতে বেগে দৌড়িল । তাহাতে পোল লোকদের নিকটে যাইতে উদ্যত হইল, কিন্তু শিষ্যগণ তাহাকে যাইতে দিল না । পরে পেীলের আত্মীয় আশিয়া দেশস্থ কএক জন প্রধান লোক তাহার কাছে এক জনকে প্রেরণ করিয়া, তুমি রঙ্গভূমিতে যাইও না, এই নিবেদন করিল । তাহাতে নানা লোকের নানা কথা কহাতে সভা ব্যাকুল হইয়া উঠিল, এবং কি জন্যে এত সমারোহ হইয়াছে, অধিকাংশ লোক তাহ জানিল না । পরে যিহুদীয়ের। সিকন্দরকে অগ্রসর করিলে লোকেরা তাহাকে জনতার মধ্যহইতে বলেতে বাহির করিলে সিকন্দর হস্তদ্বার সঙ্কেত করিয়া লোকদিগকে উত্তর দিতে উদ্যত হইল । কিন্তু সে যে যিহুদীয় লোক, ইহা নিশ্চয় বুঝিয়া, ইফিষীয়দের দীয়ান মহাদেবী হয় । এই ক থা প্রায় দুই ঘণ্টা পৰ্যন্ত একস্বরে কহিল । তাহাতে নগরের অধ্যক্ষ তাহাদিগকে সুস্থির করিয়া কহিতে লাগিল, হে হফিষীয় লোক সকল, শ্রবণ কর ; দীয়ান। মহাদেবীর বিশেষতঃ বৃহস্পতিহইতে পতিত তাহার প্রতিমার পূজা হফিষ নগরস্থ তাবৎ লোকই করে, ইহা কে না জানে ? অতএব ইহার প্রতিকূলে কেহ কিছু কহিতে পারে না, ইহা জানিয়া সুস্থির হওয়া ও অবিবেচনাতে কোন কৰ্ম্ম না করা তোমাদের কর্তব্য । এই যে মনুষ্যদিগকে তোমরা এস্থানে অনিয়াছ, তাহারা মন্দিরের দ্রব্যের অপহীরক এবং 442 ই ৯ Wo o Nう> ৩২ Nうい○ NV 8 N)○ N○○ Nలి