পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ অধ্যায়।] প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। 836. ১ ৪ রিয়া ইহা নিৰূপণ করিয়াছিল । তাহাতে সে স্থানে আমাদের সহিত মিলিলে পর আমরা তাহাকে তুলি১৫ য় লইয়া মিতুলীনীতে আইলাম। পরে তথাহইতে জাহাজ খুলিয়া পরদিনে খীয়ের সম্মুখে উত্তরিলাম ; এবং তথাহইতে এক দিনে সামঃ উপদ্বীপে গিয়া লাগগন করিয়৷ ত্রেগুল্লিয়েতে থাকিয়। পরদিনে মিলীত ১৬ নগরে উপস্থিত হইলাম । যেহেতুক পৌল আশিয়। দেশে অনেক কাল যাপন করিতে ইচ্ছা না করিয়া, যদি হইতে পারে, তবে নিস্তারপর্বের পঞ্চাশ দিনের দিন যিৰূশালমে উপনীত হয়, ইহা মনস্থ করিয়া ইফিষ নগর ফেলিয়া যাইতে পরামর্শ স্থির করিয়াছিল । ১৭ পরে পোল মিলীতহইতে ইফিষে লোক পাঠাইয়। ১৮ মণ্ডলীর প্রাচীনবগকে ডাকাইয়া আনিল । তাহারা তাহার নিকটে উপস্থিত হইলে সে তাহাদিগকে এই কথা কহিতে লাগিল; আশিয়া দেশে আগমনের প্রথম দিন অবধি অদ্য পৰ্য্যন্ত তোমাদের মধ্যে কি ৰূপে কাল যাপন করিলাম, তাহা তোমরা জ্ঞাত আছে ; ১৯ ফলতঃ সৰ্ব্বতোভাবে নমুমন হইয় অশ্রপাতদ্বারা এবং যিহুদীয়দের ঘাটি বসাওনেতে নানা পরীক্ষাদ্বারা ২ • প্রভুর সেবা করিলাম ; এবং কোন হিতকথা গোপন করিলাম না, কিন্তু প্ৰকাশৰূপে তাহ প্রচার করিয়া ২১ ও ঘরে২ উপদেশ দিয়া, ঈশ্বরের প্রতি মন ফিরাইতে হইবে, এবং আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের প্রতি বিশ্বাস করিতে হইবে, যিহুদীয়দের এবং অন্যদেশীয় লোকদের নিকটে এমত সাক্ষ্য দিয়া অ৷২২ সিতেছি । দেখ, সম্প্রতি আত্মাতে আকৃষ্ট হইয়। বি ৰূশালম নগরেতে যাত্রা করিতেছি ; সে স্থানে অণ 445