পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8vyS) প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [২৫ অধ্যায়। হউক, পোল এই প্রার্থনা করাতে, যদবধি তাহাকে কৈসরের নিকটে পাঠাইয়া দিতে না পারি, তত দিন তাহাকে এই স্থানে রাখিতে আজ্ঞা দিলাম। তখন ২২ আগ্রিপ ফ্ৰীষ্টকে কহিল, আমিও সে মনুষ্যের কথা শুনিতে ইচ্ছা করি । তাহাতে ফ্ৰীষ্ট কহিল, কল্য তুমি তাহার কথা শুনিতে পাইব । পরদিনে আগ্রিপপ ও বর্ণীকী মহাসমারোহ করিয়া ২৩ সহসুসেনাপতি এবং নগরস্থ প্রধান লোকদের সহিত একত্র হইয়। রাজগৃহে আসিয়া উপস্থিত হইলে ফীস্টের আজ্ঞাতে পোল আনীত হইল । তখন ফীষ্ট ২৪ কহিল, হে রাজন আগ্রিপপ, হে উপস্থিত লোক সকল, যিৰূশালম নগরে এবং এই স্থানেও যিহুদীয় সমূহলোক যে মনুষ্যের বিষয়ে আমার নিকটে নিবেদন করিয়া উচ্চৈঃস্বরে এই কথা কহিয়াছিল, তাহাকে অণর কিঞ্চিৎ কণলও জীবৎ রাখা উচিত নয়, এই সেই মনুষ্যকে দেখ । কিন্তু এ ব্যক্তি প্রাণদণ্ডের ২৫ উপযুক্ত কোন কৰ্ম্ম করে নাই, ইহা জানিলাম ; তথাপি শ্ৰীশ্ৰীযুক্তের কাছে আমার বিচার হউক, সে এই প্রার্থনা করিলে তাহার নিকটে তাছাকে পাঠাইতে মনস্থ করিলাম। কিন্তু শ্ৰীশ্ৰী যুতের নিকটে ই- ২৬ হার বিষয়ে কি লিখিতে হইবে, তাহার কিছু নিশ্চয় না হওয়াতে তাহার বিচার হইলে আমি যেন লিখিবার কিছু সূত্র পাই, এই নিমিত্তে তোমাদের কাছে, বিশেষতঃ হে রাজন আগ্রিপপ, আপনকার সাক্ষাতে ইহাকে আনিলাম । কেননা বন্দিকে পাঠাইবার স- ২৭ ময়ে তাহার অপবাদের কথা কিছু না লেখা আমার অসঙ্গত বোধ হয় । 466