পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। 8ጫጫ ১৩ ইয়া সে স্থানে তিন দিবস থাকিলাম । পরে তথাহইতে ঘুরিয়া আসিয়া রাগিয় নগরে উপস্থিত হইলে এক দিনের পর দক্ষিণ বাতাস অনুকূল হওয়াতে ১৪ পরদিনে পুতিয়লী নগরে উপস্থিত হইলাম । তাহাতে আমরা সেখানকার ভ্রাতৃগণকে পাইলে তাহারা আপনাদের সহিত আমাদিগকে সপ্তাহ রাখিতে যত্ন করিল ; এই প্রকারে আমরা রোমা নগরের দিগে গে১৫ লাম । তাহাতে তথাকার ভ্রাতৃগণ আমাদের আগমন সংবাদ পাইয়া অপিয়ফর ও ত্রীষ্টবণী নামে স্থান পৰ্য্যন্ত অগ্রসর হইয়া আমাদের সহিত সাক্ষাৎ করিতে আইল ; এবং তাহদের সহিত দেখা হওযlতে পেীল ঈশ্বরের ধন্যবাদ করিয়া সাহস পাইল । ১৬ পরে আমরা রোমা নগরে উপস্থিত হইলে শতসেনাপতি তাবৎ বন্দিকে প্রধান সেনাপতির নিকটে সমর্পণ করিল ; কিন্তু পোল আপন প্রহরি পদাতিকের ১৭ সহিত ভিন্ন বাস করিতে অনুমতি পাইল । অনন্তর তিন দিনের পর পোল ভদেশীয় প্রধান২ যিহুদীয়দিগকে আহবান করিল ; এবং তাহার উপস্থিত হইলে সে কহিতে লাগিল, হে ভ্রাতৃগণ, আমি নিজ লোকদের কিম্বা পূৰ্ব্বপুরুষদের রীতির বৈপরীত্যে কোন কৰ্ম্ম করি নাই, তথাপি যিৰূশালম নিবাসি লোকের। আমাকে রোমি লোকদের হস্তে সমর্পণ করিয়া বন্দি ১৮ করিয়াছে । অণর রোমি লোকেরা বিচার করিয়া অামার প্রাণদণ্ডের যোগ্য কোন কারণ না পাওয়াতে ১৯ আমাকে মুক্ত করিতে চাহিয়াছিল । কিন্তু যিহুদীয় লোক আপত্তি করাতে আমাকে কৈসর রাজার নিকটে বিচার হওনের প্রার্থনা করিতে হইল ; নতুবা 477