পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8の মথিলিখিত সুসমাচার। [১৩ অধ্যায় । বীজ কন্টকের মধ্যে পড়িল, তাহাতে কণ্টক সকল বাড়িয়। তাহা গ্রাসিয়া রাখিল । আর কতক বীজ উর্বর ভূমিতে ৮ পড়িল ; তাহাতে তাহার মধ্যে কতক শত গুণ, ও কতক ষটি গুণ, ও কতক ত্রিশ গুণ ফল ধরিল । যাহার শুনিতে ৯ কর্ণ থাকে সে শুনুক । পরে শিষ্যের আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, আপনি ১ ও তাহাদিগকে দৃষ্টান্তকথা কেন কহিতেছেন ? তাহাতে তিনি ১১ উত্তর করিলেন, স্বৰ্গরাজ্যের নিগুঢ় কথা জানিবার ক্ষমত তোমাদিগকে দত্ত হইয়াছে, কিন্তু তাহাদিগকে দত্ত হয় নাই । কেননা যাহার কাছে বাড়ে, তাহাকে আরও দত্ত ১২ হইবে, তাহাতে তাহার বাহুল্য হইবে ; কিন্তু যাহার কাছে বাড়ে না, তাহার যে যৎকিঞ্চিৎ আছে, তাহাও তাহার নিকটহইতে নীত হইবে । তাহারা দেখিয়াও দেখে না, ১৩ এবং শুনিয়াও শুনে না এবং বুঝেও না, এই নিমিত্তে তাহদিগকে দৃষ্টান্তকথা কহি। যথা, “তোমরা কর্ণেতে শুনিবা, ১৪ “ কিন্তু বুঝিবা না ; এবং চক্ষুতে দেখিব, কিন্তু জানিতে “ পারিব না ; কেননা এই লোকের চক্ষুতে দেখিয়া ও “ কৰ্ণেতে শুনিয়া ও অন্তঃকরণে বুঝিয় মন ফিরাইলে “ পাছে আমি কোন সময়ে তাহাদিগকে সুস্থ করি, এই ১৫ “ নিমিত্তে তাহদের বুদ্ধি স্থূল হয়, ও তাহারা শুনিতে আপ“ নাদের কর্ণ ভারী করে ও চক্ষু মুদ্রিত করিয়া রাখে ” এই যে কথা যিশয়িয় ভবিষ্যদ্বক্তাদ্বারা উক্ত ছিল, তাহ তাহাদিগেতে সফল হইতেছে । কিন্তু ধন্য তোমাদের চক্ষু, ১৬ কারণ সে দেখে ; এবং ধন্য তোমাদের কর্ণ, কেননা সে শুনে । আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, তোমরা ১৭ যাহ২ দেখিতেছ, তাহ অনেক ভবিষ্যদ্বক্তা ও ধাৰ্ম্মিক লোক দেখিতে ইচ্ছা করিলেও দেখিতে পাইল না ; এবং -> 40 -