পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(toథి রোমীয় মণ্ডলীর প্রতি পত্র। [৮ অধ্যায় । য়। পারমার্থিক অণচণর করিয়া থাকি যে আমরা, আমাদের দ্বারা ব্যবস্থার ধৰ্ম্মকৰ্ম্মের সিদ্ধি হয় । যাহারা সাংসারিক, তাহার সাংসারিক বিষয়ে অনুরক্ত হয় ; কিন্তু যাহারা পারমার্থিক, তাহার। পারমার্থিক বিষয়ে অনুরক্ত হয় । এবং সাংসারিক বিষয়ে যে অনুরাগ সে মৃত্যুজনক, কিন্তু পরমার্থ বিষয়ে যে অনুরাগ, সে পরমায়ু ও শান্তিদায়ক । সাংসারিক বিষয়ে যে অনুরাগ, সে ঈশ্বরের প্রতি বিরক্ত হয়; কেননা সে ঈশ্বরের ব্যবস্থার অধীন হয় না, এবং হইতেও পারে না । এই জন্যে সাংসারিক হইলে কেহ ঈশ্বরের তুষ্টি জন্মাইতে পারে না । ঈশ্বরের আত্মা যদি তোমাদের হৃদয়ে বাস করেন, তবে তোমরা সাংসারিক নহ, কিন্তু পারমার্থিক লোক হও ; এবং যে কেহ খ্রীষ্টের আত্মা প্রাপ্ত না হয়, সে খ্রীষ্টের নহে । যদি খ্রীষ্ট তোমাদিগেতে থাকেন, তবে পাপদ্বারা শরীর মৃত্যুর অধীন হইলেও পুণ্যদ্বারা আত্মা সজীব হয় । যীশুর উত্থানকারী যে ঈশ্বর, তাহার আত্মা যদি তোমাদিগেতে বাস করেন, তবে যিনি কবরহইতে খ্ৰীষ্টকে উত্থিত করিলেন, তিনি তোমাদের মধ্যে বাসকারি আপন আত্মদ্বিারা তোমাদের ও মর্ত্য দেহকে সজীব করিবেন। হে ভ্রাতৃগণ, আমরা শারীরিক সুখাভিলাষ পরিপূর্ণ b" సి У о > X > ネ করিতে শরীরের অধীন হইয়াছি এমন নয় ; যেছে- ১৩ তুক শারীরিক সুখাভিলাষ অনুসারে আচরণ করিলে তোমরা মরিবা, কিন্তু আত্মাদ্ধারা যদি শারীরিক কৰ্ম্ম বিনাশ কর, তবে বাচিব ৷ কণরণ যত লোক ঈশ্ব রের আত্মার দ্বারা আকৰ্ষিত হয়, সে সমস্তই ঈশ্বরের 500 X 8