পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায় ।] রোমীয় মণ্ডলীর প্রতি পত্র । (too ১৫ সন্তান হয় । তোমরা পুনর্বার ভয়জনক দাস্যৰূপ স্বভাব পাও নাই ; কিন্তু যে স্বভাবদ্বারা ঈশ্বরকে পিতা২ বলিয়া সম্বোধন কর, এমন পোষ্যপুত্ৰতাৰূপ ১৬ স্বভাব পাইয়াছ । আর আমরা যে ঈশ্বরের সন্তান, এ বিষয়ে পবিত্র আত্মা অণমাদের আত্মার সহিত প্র১৭ মাণ দিতেছেন । অতএব আমরা যদি সন্তান হুই, তবে অধিকারীও হই, অর্থাৎ ঈশ্বরের বিষয়ের অধিকারী, ও খ্রীষ্টের সহাধিকারী হই ; এবং তাহার সহিত দুঃখের ভাগী যদি হই, তবে তাহার বিভবেরও ১৮ ভাগী হইব । কিন্তু আমাদিগেতে প্রকাশিত হইবে যে ভাবি বিভব, তাহার কাছে আমি এই বর্তমান ক|১ ৯ লের দুঃখকে তৃণ জ্ঞান করি । কেননা ঈশ্বরের সন্তানদিগের বিভব প্রকাশিত হইবে, এই প্রত্যাশা করিয়৷ ২০ প্রাণিগণ একান্তৰূপে অপেক্ষা করিতেছে। অার প্রাণি২১ গণ স্বেচ্ছাপূৰ্ব্বক অলীকতার বশীভূত হইল না, কিন্তু মৃত্যুর অধীনতাহইতে মুক্ত হইয়া ঈশ্বরের সন্তানদিগের যে পরম মুক্তি তাহার সহভাগী হইবে, এই অভিপ্রা২২ য়েতে বশীকৰ্ত্তার দ্বারা বশীভূত হইল । আর প্রসববেদনার তুল্য বেদনাতে ব্যথিত হইয়া এখন পৰ্যন্ত প্রাণিমাত্র যে আর্তস্বর করিয়া অগসিতেছে, ইহা অা২৩ মর। জানি । তাহারা কেবল নয়, কিন্তু প্রথমজাত ফলস্বৰূপ আত্মাপ্রাপ্ত যে আমরা, অণমরাও পোষ্যপুত্রপদের অর্থাৎ শরীরের মুক্তির অপেক্ষা করিয়৷ ২৪ তন্দ্রপ অন্তরে আর্তস্বর করিতেছি । আমরা প্রত্যাশাদ্বারা ত্ৰাণ প্রাপ্ত হই, কিন্তু প্রত্যক্ষ বিষয়ের যে প্রত্যাশা, সে প্রত্যাশা নহে; কেননা মনুষ্য যাহা ভোগ ২৫ করে, তাহার প্রত্যাশ কেন করিবে ? যাহার ভোগ 501