পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায় ।] রোমীয় মণ্ডলীর প্রতি পত্র। • 6 S.S. কিন্তু যে জন কোন বস্তুকে অশুচি জ্ঞান করে, তা১৫ হার কাছে সে বস্তু অশুচি আছে । অতএব তোমার খাদ্যসামগ্ৰীদ্বারা তোমার ভ্রাত যদি মনোদুঃখী হয়, তবে তুমি ভ্রাতার প্রতি প্রেমাচরণ করিতেছ না; যাহার নিমিত্তে খ্ৰীষ্ট আপনার প্রাণ ব্যয় করিলেন, তাহাকে আপন খাদ্য সামগ্ৰীদ্বারা নষ্ট করিও না । ১৬ আর তোমাদের উত্তম কৰ্ম্ম নিন্দনীয় না হউক ৷ খ১৭ দ্য কি পেয় এ সকল ঈশ্বররাজ্যের সার নয় ; সার হইয়াছে পুণ্য ও শান্তি এবং পবিত্র আত্মার দ্বার ১৮ আনন্দ । এই সকলের অনুষ্ঠানদ্বারা যে জন খ্রীষ্টের সেবা করে, ঈশ্বরের গোচরে সেই গ্রাহ হয়, এবং ১৯ মনুষ্যদের নিকটেও প্রতিষ্ঠিত হয় । অতএব যাহাতে অামাদের সকলের নিবিরোধ ও পরস্পর নিষ্ঠা থাকে, ২০ এমত চেষ্টা করি । খাদ্যের নিমিত্তে ঈশ্বরের কৰ্ম্মের হানি জন্মাইও না; সকল বস্তুই যে শুচি, ইহ সত্য, তথাপি যে জন তাহ ভোজন করিয়া বিঘ্ন পায়, ২১ তাহার নিমিত্তে সে ভাল নয় । মাংস ভক্ষণ কি মদ্যপান ইত্যাদি তোমার যে কোন ক্রিয়াতে তোমার ভ্রাতা উছোট খায়, কি বিঘ্ন পায়, কিন্তু দুৰ্ব্বল হয়, ২২ এমন কৰ্ম্ম করা ভাল নয় । যদি তোমার প্রত্যয় থাকে, তবে আপনার অন্তরে ঈশ্বরের গোচরে তাছা রাখ ; যে জন অণপন ইষ্ট মতে আপনাকে দোষী ২৩ না করে সেই ধন্য । কিন্তু যে কেহ সংশয় করিয়। ভোজন করে, অর্থাৎ প্রত্যয় না করিয়া করে, সেই অবশ্য দগুযোগ্য হইবে ; কেনন। যাহা প্রত্যয়হইতে জন্মে না, তাহ পাপময় হয় । 519