(t\రిJ কfরন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । [৪ অধ্যায় । প্রহরিত ও আশ্রমরহিত হইয়। স্বহস্তে পরিশ্রম করিয়া ১২ আসিতেছি ; এবং ভৎসিত হইয়া আশীৰ্ব্বাদ করি, এবং তাড়িত হইয়। সস্থা করি, ও নিন্দিত হইয়। বিনয় ১৩ করি । অমর। অদ্য পৰ্য্যন্ত জগতের মল ও তাবৎ মলর শিস্বৰূপ গণিত হইতেছি । তোমাদিগকে লজ্জা দিতে এই সকল কথা লিখি- ১ ৪ তেছি তাহা নয়, কিন্তু প্রিয় পুত্ৰগণের ন্যায় তোমাদিগকে প্রবোধ দিতেছি । কেনন। খ্রীষ্টধৰ্ম্মে তোমা- ১৫ দের যদি দশ সহস্র উপদেশক হয়, তথাচ তোমাদের পিত। অনেক নয় ; আমিই খ্ৰীষ্ট যীশুর সুসমাচারদ্বারা তোমাদিগকে জন্ম দিয়াছি । অতএব তোমা- ১৬ দিগকে বিনয় পূর্বক লিখিতেছি, তোমরা আমার অনুগামী হও । এই অভিপ্রায়ে প্রভুতে বিশ্বাসী আ- ১৭ মার প্রিয় ধৰ্ম্মপুত্র যে তীমথিয়, তাহাকে তোমাদের নিকটে পঠাইয়াছি ; খ্রীষ্টের বিধিপ্রমাণে আমার যেমন আচার ব্যবহার, এবং যে ৰূপে তাবৎ মণ্ডলীতে ও সর্বস্থানে উপদেশ দিয়া থাকি, তাহ। সে তোমাদিগকে স্মরণ করাইবে । আর আমি তোমাদের নিকটে যাইব না, ইহা অনু- ১৮ মান করিয়া তোমাদের কতক লোক অহঙ্কার করিতেছে । কিন্তু প্রভুর ইচ্ছা যদি হয়, তবে অবিলম্বে ১৯ তোমাদের নিকটে উপস্থিত হইয়া ঐ অহঙ্কারি লোকদের কেবল কথা কহনের নহে, ক্রিয় করণের ক্ষমতাও জানিব । কেননা ঈশ্বরের রাজত্ব কথাতে নয়, ২০ কিন্তু ক্ষমতাতে । আর আমি তোমাদের নিকটে দণ্ড ২ ১ . লইয়। যাইব, কি প্রেম ও নমতাভাবে যাইব, ইহার মধ্যে তোমাদের ইচ্ছা কি ? 536
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৪৬
অবয়ব