পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৫০ করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। [১০ অধ্যায়। অতএব আমিও দেীড়ি, কিন্তু লক্ষ্য না করিয়া দেড়ি ২৬ না ; এবং মল্লযুদ্ধ করি, কিন্তু যে জন বায়ুর সহিত যুদ্ধ করে, তাহার মত নহি । অন্যের প্রতি সুসমা- ২৭ চার প্রচার করিয়া পাছে অবশেষে আপনি অগ্রাহ্য হই, এই ভয়ে ইন্দ্রিয় দমন করিয়া শরীরকে আপনার বশীভূত রাখি । ১০ অধ্যায় । ১ যিহুদীয় লোকদের অনুগ্রহ প্রাপ্তি ও দোষ কথন ১ ও আমাদের সাবধান করণার্থে তাহাদের দোষ কথন ১৪ ও প্রভুর ভোজের বিবরণ ২৩ ও দেবতার নিবেদিত সামগ্ৰী ভোজন করণের বিবরণ। হে ভ্রাতৃগণ, আমাদের পূর্বপুরুষ সকলেই মেঘের ১ নীচে থাকিয়া সমুদ্রের মধ্য দিয়া গমন করিল ; এবং ২ সকলে মূসার উদ্দেশে মেঘেতে ও সমুদ্রেতে বাপ্তাইজিত হইল ; এবং সকলে এক পারমার্থিক ভক্ষ্য ৩ ও পেয় ভোজন পান করিল ; ফলতঃ তাহদের ৪ পশ্চাদগামি পারমার্থিক পৰ্ব্বতহইতে নিগত জল পান করিল ; ঐ পৰ্ব্বত খ্ৰীষ্টস্বৰূপ । কিন্তু তাহদের প্রায় ৫ সকলের প্রতি ঈশ্বর অসন্তুষ্ট থাকাতে তাহার। প্রান্তরের মধ্যে মারা পড়িল ; এই সকল যেন তোমরা অজ্ঞাত না থাক, এই আমার ইচ্ছা ৷ অামাদের শিক্ষার্থে এই সকল তাহণদের প্রতি ৬ ঘটিল ; বস্তুতঃ তাহারা যেমন কামী ছিল, তেমনি আমরা যেন মন্দ বিষয়ের কামনা না করি । এবং ৭ তাহাদের মধ্যে অনেকে যেমন দেবপূজক ছিল, আমরা যেন তেমন না হই ; যেমত লিখিত আছে, “ লোকেরা ভোজন পান করিতে বসিল, পরে ক্রীড়া

  • করিতে উঠিল ।” অণর যেমন ব্যভিচার কৰ্ম্ম ক- ৮

550