৯ অধ্যায় ।] করিস্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। & 8:) অনিচ্ছাতে যদি করি, তথাপি সুসমাচার প্রচারের ভার ১৮ আমার প্রতি দত্ত হইয়াছে। তবে আমার ফল কি ? সুসমাচারে আমার যে অধিকার, তাহাতে কুব্যবহার না করিয়া আমি খ্রীষ্টের সুসমাচার প্রচার করিতে ২ বিনা মূল্যে তাহা করি, এই আমার ফল । ১৯ আমি তাবৎ লোকের অধীনতাহইতে মুক্ত হইলেও অধিক লোককে সঙ্গি করিবার জন্যে সকলের দাসত্ব ২ • স্বীকার করিলাম । যিহুদীয়দিগকে সঙ্গি করিবার জন্যে তাহাদের মধ্যে আমি যিহুদীয়ের মত হইলাম ; এবং ব্যবস্থাধীন লোকদিগকে সঙ্গি করিবার জন্যে তাহা২১ দের মধ্যে আমি ব্যবস্থাধীনের ন্যায় হইলাম । এবং ঈশ্বরের উদেশে ব্যবস্থাহীন না হইয়। খ্রীষ্টের ব্যবস্থধীন হইয়া ব্যবস্থাহীন লোকদিগকে সঙ্গি করিবার ২২ জন্যে ব্যবস্থাহীনের ন্যায় হইলাম। আর দুর্বল লোকদিগকে সঙ্গি করিবার নিমিত্তে দুৰ্ব্বলের মত হইলাম ; কোন প্রকারে কতক লোকের যেন পরিত্রগণ হয়, এই অভিপ্রায়ে যাহার যেমন ব্যবহার, তাহার ২৩ নিকটে তদনুসারে ব্যবহার করিলাম । তাহদের সহিত সুসমাচার ফলের ভোগী যেন হই, এই জন্যে সুসমাচারের অনুরোধে এই সকল করিলাম । ২৪ যাহারণ পণ পাইতে দৌড়ে, তাহার। সকলেই দেীড়ে, কিন্তু কেবল এক জন সেই পণ পায়, ইহা কি তোমরা জ্ঞাত আছ ? তোমরাও যাহাতে পণ প্রাপ্ত ২৫ হও, এমন ৰূপে দৌড়িয়া যাও । এবং যাহারা মল্লযুদ্ধ করে, তাহারা সকল বিষয়ে পরিমিত ভোগী হয়; অন্যেরা ক্ষয়ণীয় মুকুট প্রাপ্তির জন্যে তাহ করে, কিন্তু আমরা অক্ষয় মুকুটের নিমিত্তে তাহা করি । 549
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৫৯
অবয়ব