পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় ] করিস্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র। ৫৮৩ বায়নাস্বৰূপ আপনার আত্মা তামোদিগকে দিলেন । ৬ অতএব আমরা এই শরীরে যত দিন উপস্থিত থাকি, তত দিন যে প্রভূর নিকটে অনুপস্থিত থাকি, ৭ ইহা জানিলেও সৰ্ব্বদা সাহসী হই । কেননা দৃষ্টি করণ পূর্বক আচরণ না করিয়া বিশ্বাস পূর্বক আ৮ চরণ করি । এবং শরীরে অনুপস্থিত হইয়। প্রভুর নিকটে যে উপস্থিত হওয়া, তাহাই শ্রেয় জ্ঞান ক৯ রিয়া তামরা সাহসী হই । অতএব উপস্থিত কি অনুপস্থিত থাকি, র্ত হার নিকটে যেন গ্রাহ্য হুই, ই১ • হাতে যত্ন করি । যেহেতুক শরীরেতে কৃত আমাদের প্রত্যেকের সদসৎ কৰ্ম্মের ফলাফল প্রাপ্তির নিমিত্তে খ্রীষ্টের বিচারাসনের সম্মুখে আমাদের সকলকে উপস্থিত হইতে হইবে । ১১ অতএব প্রভুর ঘোর প্রতাপ জানিয়। আমরা মনুষ্যদিগকে প্রবৃত্তি দিতেছি ; আর আমরা ঈশ্বরের গোচরে প্রকাশিত আছি, এবং অনুমান করি ভোমাদের ১২ জ্ঞানগোচরেও প্রকাশিত আছি । ইহাতে আমরা যে তোমাদের কাছে পুনর্বার আপনাদের প্রতিষ্ঠা করিতেছি তাহ নয়, কিন্তু যাহারা মনের কথা ভিন্ন মেীথিক কথাতে শ্লাঘ। করে, তাহদের কথার প্রত্যুত্তর করিবার ও আমাদের বিষয়ে শ্লাঘার হেতু কহিবার ১৩ উপায় জানাইতেছি । আমরা যদি হতজ্ঞান হই, তবে সে ঈশ্বরের নিমিত্তে ; এবং যদি সজ্ঞান হই, তবে ১ ৪ সে তোমাদের নিমিত্তে । আমরা খ্রীষ্টের প্রেমেতে অণকর্ষিত হই ; কেননা যদি এক জন সকলের নিমিত্তে মরিলেন, তবে সকলেই মরিল, ইহা আমাদের স্থির ১৫ জ্ঞান হইল ; আর যাহার। জীবন পায়, তাহার 583