পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অধ্যায় ।] করিস্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র। ৬০১ তোমাদের নিকটে যাইতে উদ্যত আছি, তাছাতে আপনার প্রতিপালনের ভার তোমাদিগকে দিব না ; কেনন। অামি তোমাদের সম্পত্তি চেষ্টা না করিয়৷ কেবল তোমাদিগকে চেষ্টা করি ; পিতামাতার নিমিত্তে সন্তানদের ধন সঞ্চয় করা কৰ্ত্তব্য নয়, বরঞ্চ সন্তানদের নিমিত্তেই পিতামাতাকে ধন সঞ্চয় করিতে ১৫ হয় । আর আমি তোমাদের প্রতি সুেহু বাহুল্য করিলেও তোমরা আমার প্রতি যদ্যপি স্ট্রেহের অপতা কর, তথাপি তোমাদের পরিত্রাণের নিমিত্তে ব্যয় করিতে, বরঞ্চ প্রাণেরও ব্যয় করিতে প্রস্তুত আছি । ১৬ যাহ। হউক, তোমাদিগকে কিছু ভারগ্রস্ত করি নাই, কিন্তু আমি কি ধূৰ্ত্ত হইয়া ছলেতে তোমাদিগকে ধ১৭ রিলাম ? তবে যাহাদিগকে তোমাদের নিকটে পাঠইয়াছিলাম, তাহদের কাহারে দ্বারা কি তামার কিছু ১৮ লাভ জন্মিল ? আমি তীতকে বিনয় করিয়া তাহার সঙ্গে এক ভ্রাতাকে পাঠ ইয়া দিয়াছিলাম ; ভাল, ঐ তীতও কি তোমাদের নিকটহইতে কিছু অর্থ লাভ করিয়াছে ? আমরা এক মতে ও এক পদচিহ্ন দিয়া ১৯ কি গমন করি নাই ? অারও বলি, তোমাদের নিকটে তামরা যে দোষ ক্ষালনের কথা কহিতেছি, ইহা কি বোধ করিতেছ? হে প্রিয় ভ্রাতৃগণ, ঈশ্বরের সাক্ষাতে খ্রীষ্টের দ্বারা এই কথা কহি, তোমা২০ দের নিষ্ঠার নিমিত্তে আমরা সকল কৰ্ম্ম করি । আর আমি উপস্থিত হইলে পাছে তোমাদিগকে আপনার মনের মত না দেখি, এবং তোমরাও যেৰূপ দেখিতে ভাল বাস না পাছে তদ্রুপ আমাকে দেখ ; ফলতঃ পাছে তোমাদের মধ্যে বাদানুবাদ ও ঈর্ষ্য ও ক্রোধ 601