পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NNo) S > $ 2. S 8 ৪ অধ্যায় ।] গলাতীয় মণ্ডলীগণের প্রতি পত্র । ○>\○ রাও বালক হইয়া দাসের ন্যায় জগতের প্রথম জ্ঞানসূত্রের অধীন ছিলাম। পরে কাল সম্পূর্ণ হইলে ব্যবস্থার অধীনতাহইতে আমাদিগকে মুক্ত করণপূর্বক পোষ্যপুত্র পদ দিবার জন্যে ঈশ্বর আপন পুত্রকে স্ত্ৰীজাত ও ব্যবস্থার অধীন করিয়া প্রেরণ করিলেন । তোমরা ঈশ্বরের সন্তান হইতেছ, এই নিমিত্তে যে আত্মার দ্বারা তামরা ঈশ্বরকে পিতা ২ বলিয়া সহবোধন করি, তাহার পুত্রের সেই আত্মাকে তিনি তোমাদের অন্তঃকরণে প্রদান করিয়াছেন । ইহাতে আর দাস ন হইয়া অদ্যাবধি সন্তান হইতেছে ; এবং সন্তান হওয়াতে খ্ৰীষ্টদ্বারা ঈশ্বরের বিষয়ের অধিকারীও হইতেছ। আর পূর্বে ঈশ্বরের তত্ত্ব অবগত না হওয়াতে যাহারা বাস্তবিক ঈশ্বর নহে, তাহাদের দাসত্বে ছিল। কিন্তু এক্ষণে তোমরা ঈশ্বরের পরিচয় পাইয়াছ, বরং ঈশ্বর কর্তৃক পরিচিত হইয়ছি ; তবে নিম্ফল ও তুচ্ছ যে প্রথম জ্ঞানসূত্র তাহার প্রতি এক্ষণে কেন ফিরিতে ছ ? অার বার কি দাসত্ব বাঞ্ছা করিতেছ ? তোমরা বিশেষ২ -দিন ও মাস ও তিথি ও বৎসরাদি মালিতেছ । তাহাতে তোমাদের নিমিত্তে যে পরিশ্রম করিয়াছি, তাহ পাছে বিফল হয়, আমার এই ভয় হইতেছে । হে ভ্রাতৃগণ, তোমাদিগকে বিনয় করিতেছি ; তামি যেমন তোমরাও তেমনি হও, যেহেতুক তোমরা যেমন আমিও তেমনি ছিলাম ; তোমরা কিছুতে আমার ক্ষতি কর নাই । আমি যে প্রথমে শরীরের অপটুতাতে তোমাদের নিকটে সুসমাচার প্রচার করিয়ছি, তাহ তোমরা জান । আর আনার 613