পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। & O তুমি পৃথিবীতে যাহা বদ্ধ করিব, তাহা স্বগেতে বদ্ধ হইবে ; এবং পৃথিবীতে যাহ। মুক্ত করিব, তাহ স্বর্গেতে ২• মুক্ত হইবে। পরে তিনি শিষ্যদিগকে এই আজ্ঞা দিলেন, অামি যে অভিষিক্ত ত্ৰাণকৰ্ত্তা, এ কথা তোমরা কাহাকে কহিও না । ২১ আর যিৰূশালম্ নগরে গিয়া প্রাচীন লোকদের ও প্রধান যাজক এবং অধ্যাপকগণের নিকটে আমাকে অনেক২ যন্ত্রণ ভোগ করিতে হইবে, এবং তাহদের দ্বারা হত হইতে হইবে, আর তৃতীয় দিবসে উত্থান করিতে হইবে, এই কথা যীশু ঐ সময় বিধি শিষ্যদিগকে জানাইতে ২২ লাগিলেন। তাহাতে পিতর তাহার হস্ত ধরিয়া অনুযোগ করিয়া কহিতে লাগিল, হে প্রভো, তাহা তোমাহইতে ২৩ দূরে থাকুক, তোমার প্রতি কখনো ঘটিবে না । কিন্তু তিনি মুখ ফিরাইয়া পিতরকে কহিলেন, হে বিঘুকরি, আমার সম্মুখহইতে দূর হও, তুমি আমার প্রতি বাধক হইতেছ ; যাহা ঈশ্বরের তাহাতে নয়, কিন্তু যাহা মনুয্যের তাহাতে তোমার রুচি আছে । ২৪ পরে যীশু অাপন শিষ্যদিগকে কহিলেন, কেহ যদি আ|মার পশ্চাদগামী হইতে বাঞ্ছা করে, তবে সে আপনাকে দমন করুক, এবং আপন ক্রুশ তুলিয়া লইয়া আমার ২৫ পশ্চাৎ আইলুক । কেনন যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে চেষ্টা করে, সেই তাহা হারাইবে ; কিন্তু যে কেহ আমার নিমিত্তে আপন প্রাণ হারায়, সে তাহ পাইবে । ২৬ আর মনুষ্য যদি সমুদয় জগৎ প্রাপ্ত হইয় আপন প্রাণ হারায়, তবে তাহার কি লাভ ? কিম্বা মনুষ্য আপন প্রা২৭ ণের পরিবর্তে বা কি দিতে পারে ? মনুষ্যপুত্র আপন দূত গণের সহিত পিতার প্রভাবে আসিবেন, এবং তৎকালে 53