পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ।] ইফিষীয় মণ্ডলীগণের প্রতি পত্র । ৬২১ ৮ এবং সেই অনুগ্রহুেতে আমাদিগকে বাহুল্যৰূপে সৰ্ব্ব ৯ প্রকার জ্ঞান ও বিবেক প্রদান করিয়াছেন । এবং যুগ সম্পূর্ণ হইলে তিনি স্বৰ্গস্থ ও পৃথিবীস্থ সকলকে ১০ খ্রীষ্টে সংগ্ৰহ করিবেন, এই নিয়ম বিষয়ক যে নিগুঢ় অভিপ্রায় তিনি আপন ইচ্ছামতে পূর্বাবধি মনে স্থির করিয়াছিলেন, তাহা অামাদিগকে জ্ঞাত করিয়াছেন । ১১ এবং খ্রীষ্টের প্রতি পূর্বে প্রত্যাশা করিয়াছি যে আ|মরা, আমাদের দ্বারা যেন তাহার মহিমা প্রকাশ ১২ পায়, এই জন্যে যিনি স্বাধীন হইয়া নিজ অভিমতানুসারে তাবৎ কৰ্ম্ম সাধন করেন, তাহার পূর্বনিৰূপণানুসারে আমরা নিযুক্ত হইয়। ঐ খ্ৰীষ্টদ্বারা অধি১৩ কার প্রাপ্ত হইয়াছি । এবং পরিত্রাণজনক সত্য কথা অর্থাৎ সুসমাচার শ্রবণ করাতে তোমরাও র্তাহার প্রতি প্রত্যাশা করিয়া প্রতিজ্ঞার ফলস্বৰূপ যে পবিত্র ১৪ আত্মা, তাহাদ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ । আর র্তাহার মহিমা প্রকাশ করণার্থে যাবৎ তাহার ক্রীত লে৷কের মুক্তিপদ প্রাপ্ত না হয়, তাবৎ ঐ পবিত্র আত্মা অামাদের অধিকারের বায়নাস্বৰূপ আছেন । * ১৫ প্রভূ যীশুতে তোমাদের যে বিশ্বাস, এবং সকল পবিত্র লোকের প্রতি তোমাদের যে প্রেম, তাহার ১৬ বিবরণ শুনিয়া তোমাদিগকে স্মরণ করিয়া অামি অনবরত ঈশ্বরের ধন্যবাদ করণপূর্বক এই প্রার্থনা ১৭ করিতেছি । আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের তেজোময় পিতা ঈশ্বর, তাহাকে স্বীকার করণার্থে জ্ঞান ও প্রকাশিত বাক্য বুঝিবার শক্তি তোমাদিগকে দিউন ; ১৮ এবং তোমাদের জ্ঞানৰূপ চক্ষুঃ প্রসন্ন করিয়া তাহার আহবানহইতে যে প্রত্যাশা সে কি, এবং নিজাধিকা 621