পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২২ ইফিষীয় মণ্ডলীগণের প্রতি পত্র। [২ অধ্যtয় । রে পবিত্র লোকদের জন্যে যে গৌরবন্ধপ বিভব সে কি, তাহা জানিতে দিউন । আর যে সময়ে ঈশ্বর ১৯ কবরহইতে খ্ৰীষ্টকে উত্থাপন করিয়া তাবৎ কর্তৃত্বপদ ও পরাক্রম ও ক্ষমতা ও রাজত্ব প্রভৃতি ইহলোকে ও পরলোকে যত উচ্চপদ সম্ভব হয়, সে সমুদয়ের উ- ২ • পরে তাহাকে কর্তৃত্ব দিয়া স্বর্গে নিজ দক্ষিণ পার্শ্বে তাহাকে স্থান দিলেন ; ও তাবৎ বিষয়ে তাবৎ অঙ্গ ২১ পূর্ণকারির পূরণ যে মণ্ডলীৰূপ শরীর, সেই শরীরের মস্তকস্বৰূপ শ্রেষ্ঠ পদ তাহাকে দিয়া সকলকে তাহার পদানত করিলেন ; তৎকালে যে প্রবল পরাক্রম খ্ৰী- ২২ ষ্টে প্রকাশ করিলেন, তদনুসারে বিশ্বাসকারী যে আমর, অামাদের প্রতি র্তাহার যে অতি বড় পরাক্রম ২৩ সে কি, তাহাও তোমাদিগকে জানিতে দিউন ৷ ২ অধ্যায় । ১ বিশ্বাসি লোেক স্বভাবে কিরূপ ও অনুগ্রহদ্বারা কিরূপ তাহার নির্ণয় ১১ ও খ্ৰীষ্টদ্বারা তাহাদের পরিত্রাণের বিবরণ ১৯ ও তাহাদের পবিত্র মন্দির স্বরূপ হওন । অণর অণকাশমণ্ডলের পরাক্রম প্রাপ্ত রাজা, অর্থাৎ ১ অনাক্তাবহ লোকদের উপরে এখন কর্তৃত্ব করিতেছে যে আত্মা, তাহার ইচ্ছানুসারে ও এই জগৎ সংসা- ২ রের রীত্যনুসারে পূৰ্ব্বে কালক্ষেপণ করাতে পাপে ও আজ্ঞালজনে মৃত যে তোমরা, তোমাদিগকে তিনি সজীব করিয়াছেন । ঐ অনভিজ্ঞাবহ লোকদের ৩ সঙ্গী হইয়। আমরা সকলে পূৰ্ব্বকালে ইন্দ্রিয়ের অভিলাষানুসারে আচার ব্যবহার করিয়া শারীরিক ও মানসিক কামনা সিদ্ধ করিয়া স্বভাবতঃ অন্য লে৷ কদের ন্যায় ক্রোধের পাত্র হইয়াছিলাম । কিন্তু ৪ 622