পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় ।] ইফিষীয় মণ্ডলীর প্রতি পত্র । \ს? ჯ. ২৫ হে ভ্রাতৃগণ, ভোমরা মিথ্যাকথা পরিত্যাগ করিয়া প্রত্যেকে প্রতিবাসির সহিত সত্য আলাপ কর, কেন২৬ ন আমরা পরস্পর অঙ্গস্বৰূপ হইয়াছি । আর ক্রুদ্ধ হইলে পাপে লিপ্ত হইও না, এবং সূৰ্য্য অস্ত না ২৭ হইতেই ক্রোধ ত্যাগ কর । তার শয়তানকে স্থান ২৮ দিও না । যে জন চুরী করিয়াছে, সে অদ্যাবধি আর চুরী না করুক, কিন্তু দীনহীনদের দীনতা দূর করিতে সক্ষম হইবার নিমিত্তে নিজ হস্তদ্বারা সৎকৰ্ম্ম ২৯ করিয়া পরিশ্রম করুক । এবং তোমাদের মুখহইতে কোন কদালাপ নিৰ্গত না হউক, কিন্তু শ্রোতৃগণের ৩৮ নিষ্ঠাতে উপকার জনক সদালাপ হউক । ভার ঈশ্বরের যে পবিত্র আত্মদ্বিারা মুক্তির দিন পৰ্য্যন্ত চিহ্নিত ৩১ হইয়াছ, তাহার অসন্তোষ জন্মাইও না । এবং কটুবাক্য, ও কোপ, ও রাগ, ও কলহ, ও নিন্দা, ও তাবৎ জিঘাংসা, এ সকল তোমাদের হইতে দূর হ৩২ উক । এবং খ্রীষ্টের অনুরোধে ঈশ্বর তোমাদিগকে যেমন ক্ষমা করিয়াছেন, তোমরা তেমনি দয়ালু ও কোমলান্তঃকরণ হইয়। পরস্পর ক্ষম। কর । * ৫ অধ্যায় । ১ তাবৎ অশুচি ক্রিয় ভ্যাগ করিতে তাহীদের প্রতি পৌলের বিনয় ১৫ ও সাবধানরূপে আচরণ করিতে তাহাদের প্রতি বিনয় ২২ ও স্ত্রীপুরুষের কৰ্ত্তব্য কর্মের নির্ণয়। ১ তোমরা প্রিয় বালকদের ন্যায় ঈশ্বরের অনুগামী ২ হও । আর খ্ৰীষ্ট যেমন আমাদিগকে প্রেম করিয়া সুগন্ধি নৈবেদ্য ও বলিস্বৰূপ হইয়া ঈশ্বরের উদ্দেশে আমাদের নিমিত্তে আপনাকে উৎসর্গ করিলেন, তো ৩ মরাও প্রেমেতে তাদৃশ আচরণ কর । কিন্তু বেশ্যা 629