পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○(t8 কলসীয় মণ্ডলীর প্রতি পত্র । [৪ অধ্যায়। নিয়া নিজ দাসগণের প্রতি যথার্থ ও উচিত ব্যব হার কর । ৪ অধ্যায় । ১ প্রার্থনাতে নিত্য প্রবৃত্ত হইতে ও সাংসারিক লোকদের কাছে সাবধান রূপে আচরণ করিতে নিবেদন ৭ ও ভুক্তৃিগণের বিষয়ে নানা কথা ও নমস্কার প্রেরণ । তোমরা প্রার্থনাতে নিত্য২ প্রবৃত্ত হও; এবং ধন্যবাদ করণ পূর্বক তাহাতে জাগ্রৎ থাক । এবং খ্রীষ্টের যে নিগুঢ় বাক্য প্রযুক্ত আমি বদ্ধ হইয়াছি, সেই বাক্য প্রকাশার্থে ঈশ্বর যেন আমাদের নিমিত্তে প্রচার করণের দ্বার মুক্ত করেন, এবং আমি কৰ্ত্তব্য মতে যেন তাহ প্রচার করিতে পারি, তন্নিমিত্তে তোমরা আমাদের জন্যে প্রার্থন কর । এবং মণ্ডলীভিন্ন লোকদের নিকটে জ্ঞানির ন্যায় আচরণ করিয়া সময় সফল কর । অনুগ্রহন্ধপ লবণেতে তোমাদের আলাপ সৰ্ব্বদা আস্বাদযুক্ত হউক ; এবং প্রত্যেক জনকে কি ৰূপে উত্তর দিতে হয়, তাহা জ্ঞাত হও । আমার প্রিয় ভ্রাতা ও সহদাস যে তুখিক নামে খ্রীটের বিশ্বস্ত সেবক, সে তোমাদিগকে আমার তাবৎ কথা জানাইবে । তোমরা কেমন আছ, তাহ জানিবার জন্যে, এবং তোমাদের মনঃসন্থিনা করিবার জন্যে, আমি তাহাকে এবং অনীiষম নামে তোমাদের ( দেশীয় ) এক বিশ্বস্ত প্রিয় ভ্রাতাকে তোমাদের নিকটে পাঠাইলাম ; তাহারা এখানকার সমস্ত সমাচার তোমাদিগকে জ্ঞাত করিবে । বর্ণববার ভা- ১ • গিনেয় যে মার্কের বিষয়ে তোমরা এই আজ্ঞা পাই য়াছ, সে যদি তোমাদের নিকটে উপস্থিত হয়, তবে 654