পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৬০ থিষলনীকীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। ৩ে অধ্যায়। তোমাদের মুখ দর্শন করিতে অতিশয় আকাঙ্ক্ষাতে আমরা উত্তর২ যত্ন করিলাম। এবং শয়তান আমা- ১৮ দের বিঘ্ন না জন্মাইলে আমরা, বিশেষতঃ আমি পোল, দুই এক বার তোমাদের নিকটে উপস্থিত হইতে চাছিলাম । আমাদের প্রত্যাশা ও আনন্দ ১৯ ও শ্লাঘাৰূপ যে মুকুট, তাহ আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের আগমন কালে র্তাহার সাক্ষাতে কি তোমরা নছ ? অবশ্য তোমরা আমাদের গৌরব ও আ- ২ • নন্দস্বৰূপ হইতেছ। ৩ অধ্যায় । ১ তাহাদিগকে সান্থনা করিতে ভীমথিয়কে প্রেরণ ও ভীমথিয়ের প্রত্যাগমনে জাহাদের সম্বাদ পাওয়াতে পৌলের ধন্যবাদ ও প্রাথনী করণ । যে সময়ে আমি আর ধৈর্য্যাবলম্বন করিয়া থাকি- ১ তে না পারিলাম, তৎকালে আর্থীনী নগরে একাকী থাকিতে বিহিত বুঝলাম; এবং এই বৰ্ত্তমান ক্লেশেতে ২ তোমাদের কোন কেহ যেন উদ্বিগ্ন না হয়, এই নি- ৩ মিত্তে তোমাদের বিশ্বাস বিষয়ে তোমাদিগকে সাম্ভুনা দিয়া সুস্থির করিতে, খ্রীষ্টের সুসমাচার প্রচার করণে আমার সহকারি ভ্রাতা ও ঈ স্বরের সেবক যে তীমথিয়, তাহাকে তোমাদের নিকটে প্রেরণ করিলাম। আমরা যে এই ক্লেশে নিযুক্ত আছি, ইহা তোমরা জ্ঞাত আছ; আর আমাদের দুৰ্গতি ঘটিবে, এ কথা ও তোমাদের নিকটে থাকন সময়ে আমরা তোমাদিগকে কহিয়াছিলাম, এবং সেই মত ঘটিয়াছে, তাছাও তোমর জ্ঞাত আছে ; তথাপি পরীক্ষক তোমাদিগকে প- ৫ রীক্ষা করিলে পাছে আমাদের পরিশ্রম বৃথা হয়, এই 660