২ অধ্যায় ।] থিষলনীকীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। ৬৫৯ করিলাম, এতদ্বিষয়ে তোমরা ও ঈশ্বর সাক্ষী আ১১ ছেন । এবং পিত। যেমন বালকদিগকে উপদেশ দেয়, তদ্রুপ আমরাও তোমাদের প্রত্যেক জনকে উ১২ পদেশ ও সান্থন দিয়া, আপন রাজ্যে ও বিভবে তোমাদিগকে আহ্বানকারী যে ঈশ্বর, তাহার উপযুক্ত আচরণ কর, এই যে আজ্ঞা দিয়াছিলাম, তাহাও তোমরা জ্ঞাত আছ ৷ ১৩ তোমরা যে সময়ে আমাদের প্রমুখাৎ ঈশ্বরের বাক্য শ্রবণ করিয়াছ, তৎকালে মনুষ্যের কথা তাহ নয়, ঈশ্বরের কথা জানিয়া তাহা গ্রহণ করিয়াছ, এই জন্যে আমরা নিত্য২ ঈশ্বরের ধন্যবাদ করিতেছি । ঐ বাক্য ঈশ্বরের বাক্য বটে ; এবং তাহ বিশ্বাসকারি তোমাদের অন্তঃকরণে কাৰ্য সাধান করিতে১৪ ছেন । হে ভ্রাতৃগণ, তোমরা যিহুদা দেশস্থ খ্ৰীষ্ট ষীশুর আশ্রিত ঈশ্বরের মণ্ডলীয় লোকদের অনুকারী হইয়াছ ; আর তাহার। যেমন যিহুদীয় লোকহইতে দুখগ্ৰস্ত হইতেছে, তাপ তোমরাও স্বদেশীয় লোক১৫ হইতে দুখভোগ করিয়াছ । ঐ বিহুদীয়ের প্রভু যীশুকে ও ভবিষ্যদ্বক্তৃগণকে বধ করিয়াছে, এবং আমাদের প্রতিও তাড়না করিল ; এবং ঈশ্বরের অ১৬ সন্তোষজনক ও তাবৎ মনুষ্যের বিপরীত আচরণ করিয়া অন্যদেশীয়দের পরিত্রাণার্থে সুসমাচার প্রচার করিতে আমাদিগকে নিষেধ করিয়া আপন২ পাপ সম্পূর্ণ করিতেছে ; কিন্তু তাহদের প্রতি চিরস্থায়ি ক্রোধ (প্রায়) উপস্থিত হইল । ১৭ হে ভ্রাতৃগণ, আন্তরিক ভাবে নয়, কিন্তু বাহ ভাবে কিছু কাল তোমাদের সহিত বিচ্ছেদ হওয়াতে 659
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৬৯
অবয়ব