পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় ।] তীমন্বিয়ের প্রতি দ্বিতীয় পত্র । Wob-> ৭ অবলা নারীজাতি সৰ্ব্বদ শিক্ষা পাইলেও কখনো সত্য কথা স্বীকার করিতে পারকা হয় না, তাহাদের গৃহে যাহারা প্রবেশ করিয় তাহাদিগকে বন্দী৮ তুল্য করে, তাহার এই প্রকার লোক । যেমন যন্ন ও যান্ত্রি মূসার প্রতি বিপক্ষতাচরণ করিয়াছিল, তন্দ্ৰপ মনে দুষ্ট ও ধৰ্ম্মভ্রষ্ট এই লোকেরাও সত্য ৯ ধৰ্ম্মের প্রতি বিপক্ষতাচরণ করিতেছে । কিন্তু তাহর তার অগ্রসর হইতে পরিবে না ; কারণ ঐ যান্ন ও যান্ত্রির মৃঢ়তা যেমন সকলের কাছে প্রকাশ পাইয়াছিল, ইহাদেরও তদ্রুপ হইবে । - ১ ও অামার যে প্রকার উপদেশ, ও আচার ব্যবহার, । ও অভিপ্রায়, ও বিশ্বাস, ও চিরসহিষ্ণুতা, ও প্রেম, ও ১১ ধৈৰ্য্য, ও তাড়ন, ও ক্লেশভোগ, বিশেষতঃ অন্তিয়খিয়া ও ইকনিয় ও লুস্ত্র নগরে আমার উপরে যাহা ঘটিয়াছে, আর যে প্রকার তাড়ন সহা করিয়াছি, এ সমস্ত তোমার অগোচর নাই ; কিন্তু সেই ১২ সমস্তহইতে প্রভু আমাকে রক্ষা করিয়াছেন । আর যে সকল লোক খ্ৰীষ্ট যীশুর আশ্রিত হইয়া ধৰ্ম্মকৰ্ম্মে কালক্ষেপ করিতে চাহে, তাহদের প্রতি তাড়ন ঘ১৩ টিবে । এবং পাপিষ্ঠ ও প্রবঞ্চক লোকের ভ্রান্ত হইয়া ও ভ্রান্তি জন্মাইয়া উত্তরোত্তর দুষ্ট হইয়া উ১৪ ঠিবে । তুমি কেমন মানুষের কাছে শিখিয়াছ, ইচ্ছ। জানিয়া শিক্ষিত ও নিশ্চয়ৰূপে জ্ঞাত বাক্যেতে ন১৫ বিষ্টচিত্ত হইয়া থাক। কেননা খ্রীস্ট যীশুতে প্রত্যয়দ্বারা পরিত্রাণীজনক জ্ঞান দিতে সমর্থ যে পবিত্র ১৬ শাস্ত্র, তাহা তুমি বাল্যকালাবধি জ্ঞাত আছ । ঐ সকল শাস্ত্র ঈশ্বরের আবির্ভাবে দত্ত, এবং ঈশ্বরের 689