পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\సిటి তামথিয়ের প্রতি দ্বিতীয় পত্র । [৪ অধ্যায় । সেবক যাহাতে সিদ্ধ হয় ও তাবৎ উত্তম কৰ্ম্ম করি- ১৭ তে প্রস্তুত হয়, এমন উপদেশে ও অনুযোগে ও শসনে ও ধৰ্ম্মশিক্ষাতে ফলদায়ক হয় । - ৪ অধ্যায় । ১ সুসমাচার প্রচার করণে নিত্য প্রবৃত্ত হইতে বিনয় ৬ ও ఇH মৃত্যু ও ভাবি সুখ বিষয়ে পৌলের কথা ৯ ও নানা সম্বাদের কথা ১৯ ওঁ নমস্কার জানাগুন । যিনি পুনরাগমন করিয়া রাজত্বপদ’ পাইয়। জীবৎ ১ ও মৃত লোকদের বিচার করিবেন, সেই প্রভূ যীশু খ্রীষ্টের এবং ঈশ্বরের সাক্ষাতে আমি তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি । তুমি বাক্য প্রচার কর, এবং ২ সময়ে ও অসময়েও তাহতে প্রবৃত্ত হও ; এবং সৰ্ব্ব প্রকার দীর্ঘসহিষ্ণুতাতে ও উপদেশেতে লোক বিশেষকে অনুযোগ ও শাসন ও বিনয় কর । কেননা যে ৩ সময়ে লোকের সদুপদেশ সহ করিতে না পারিয়া কাণচুলকানিবিশিষ্ট হইয়া, আপনং অভিলাষানুসারে শিক্ষকগণকে সংগ্ৰহ করিয়া সত্য বাক্যে কর্ণ না ৪ দিয়া উপকথা শ্রবণে নিবিষ্টচিত্ত হইবে, এমত সময় উপস্থিত হইবে । কিন্তু তুমি সৰ্ব্ব সময়ে সচেতন ৫ হইয়। - দুঃখ সহ করণ পূৰ্ব্বক সুসমাচার প্রচারকের কাৰ্য্য করিয়া আপনার সেবাকৰ্ম্ম সিদ্ধ কর । সম্প্রতি আমার প্রাণবিয়োগ কাল উপস্থিত, তা- ৬ হাতে আমি প্রাণ উৎসর্গ করিতে প্রস্তুত আছি । আর আমি উত্তম যুদ্ধ করিয়া গমনের পথ সম্পূর্ণ ক- ৭ রিয়া ধৰ্ম্ম পালন করিয়া আসিতেছি । অদ্যাবধি আ- ৮ মার নিমিত্তে পুণ্যৰূপ মুকুট রক্ষিত আছে ; তাহ বিচারদিনে ন্যায্য বিচারকর্তা প্রভু আমাকে দিবেন; 690