পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইন্দ্রীয়দের প্রতি পত্র। QoS বয়ঃপ্রাপ্ত হয়, অর্থাৎ যাহার। জ্ঞানশক্তির ব্যবহারদ্বারা সদসৎ নির্ণয় করিতে সুশিক্ষিত হয়, তাহদের কঠিন দ্রব্য খাদ্য হয় । ৬ অধ্যায় । ১ ধর্মবিষয় অধিক অভ্যাস করিডে বিনয় ৪ ও ধর্ম ত্যাগ করণে নিষেধ ৯ ও ধর্মেত্তে স্থির হইতে বিনয় ও ধর্মের ফল দিত্তে ঈশ্বরের অঙ্গীকার ও শপথ । ১ আমরা মৃত্যুযোগ্য কৰ্ম্মহইতে মনের পরিবর্তন, ও ঈশ্বরের প্রতি বিশ্বাস, ও বাপ্তিস্ম শিক্ষা, ও হস্তা২ পণ ও মৃত লোকদের উত্থান, ও অনন্ত শাস্তি, এই সকলের দ্বারা পুনর্বার ভিত্তিমূল স্থাপন না করিয়া বরং খ্ৰীষ্টবাক্যের এই প্রথম সূত্র ত্যাগ করিয়া ৩ আইস, সিদ্ধ হইতে যত্নবান হই । ঈশ্বর যদি করি তে দেন, তবে করিব ৷ ৪ যাহার এক বার দীপ্তিময় হইয়াছে, ও পবিত্র ৫ আত্মার সহভাগী হইয়া স্বগীয় দানের ও ঈশ্বরের উত্তম বাক্যের এবং ভবিষ্যৎ কালের শক্তির রসাও স্বাদন করিয়াছে, তাহারা যদি মনে২ পুনর্বার ঈশ্বরের পুত্রকে জুশে বধ করিয়া তাহাকে লজ্জাস্পদ করিয়া আর বার পতিত হয়, তবে পুনৰ্ব্বার তাহাদের মন ফিরাইয়া নূতন করা অসাধ্য হয় । ৭ কেননা যে ভূমি আপনার উপরে পুনঃপতিত বৃষ্টিজলেতে সিক্ত হইয় ফলাধিকারিদের জন্যে উপযুক্ত শাকাদি উৎপন্ন করে, সে ঈশ্বরকত্বক আশীৰ্ব্বাদ ৮ প্রাপ্ত হয় । কিন্তু যে ভূমি কেবল শ্যাকুলাদি কণ্টকবৃক্ষ উৎপন্ন করে, সে অগ্রাহ্য ও শাপগ্রস্ত হইয়। অবশেষে দগ্ধ হয় । 709