পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯ অধ্যায় ।] ইন্দ্রীয়দের প্রতি পত্র। Nじ У о S X > R দের কোন পাপ অণর বোধ না হওয়াতে তাহারা কি ঐ উৎসর্গকৰ্ম্মহইতে নিবৃত্ত হইত না ? কিন্তু ঐ বলিদানদ্বারা বৎসরই পাপস্মরণ হইল । কেননা বৃষের কি ছাগের রক্তদ্বারা পাপমোচন সম্ভব হয় না । এ কারণ খ্ৰীষ্ট জগতে অবতীর্ণ হইয়া কছিলেন, “ হে ঈশ্বর, তুমি বলিদান ও নৈবেদ্য ন চাহিয়া “ আমার শরীর প্রস্তুত করিয়াছ । এবং ছেণমে ও “ পাপার্থক বলিদানে প্রয়াস না করিলে আমি ক“ছিলাম, দেখ, আমি আসিতেছি, ধৰ্ম্মপুস্তকে অ“ মার বিষয়ে এই মত লিখিত আছে ; হে ঈশ্বর, “ তোমার ইষ্টক্রিয় করিতে আসিতেছি ।” ইছাতে তিনি প্রথমে ব্যবস্থানুসারে উৎসৃষ্ট বলিদানাদির বিষয়ে এই কথা কহেন, হে ঈশ্বর, তুমি বলিদান ও নৈবেদ্য ও হোম ও পাপার্থক বলিদান চাহ ন৷ ও তাহাতে প্রয়াস কর না ।" পরে কহেন, “ দেখ, আমি তোমার ইষ্টক্রিয়া করিতে আসিতেছি; এই দ্বিতীয় কথা স্থির করণার্থে তিনি প্রথম কথা লোপ করিলেন । অতএব যীশু খ্রীষ্টের একবার অপেন শরীর উৎসর্গ করাতে আমরা তাহার সেই ইষ্টক্রিয়াদ্বারা পবিত্রীকৃত হইয়াছি । প্রত্যেক যাজক উপাসনা ও পাপমোচনে অসমর্থ একৰূপ ৰলি পুনঃ২ উৎসর্গ করিতে দিনেই দণ্ডায়মান হয় ; কিন্তু খ্ৰীষ্ট পাপের মোচনার্থে এক বলি উৎসর্গ করিয়া সৰ্ব্বদা ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট হইয়া, ১৩ অদ্যাবধি যাবৎ তাহার শত্ৰুগণ র্ত হার পাদপীঠ না X 8 হয়, তাবৎ কাল অপেক্ষা করিতেছেন । এক উৎসর্গদ্বারাই তিনি পবিত্রীকৃত লোকদিগকে জন স্তু কালের 719