ግ8: যাকুবের পত্র । [t অধ্যায় । হে ধনবান সকল, তোমরা এখন অবধান কর ; তোমরা আগামি দুঃখের কারণ ক্ৰন্দন ও বিলাপ কর । কেননা তোমাদের সম্পত্তি পচিয়া যাইবে, ও বস্ত্র কীটেতে জীর্ণ হইবে, এবং সুবর্ণ ও রৌপ্য কলঙ্কিত হইবে ; বিশেষতঃ তোমাদের বিরুদ্ধে সেই কলঙ্ক সাক্ষ্য দিবে, এবং অগ্নির ন্যায় তোমাদের মাংস ভোজন করিবে ; তোমরা শেষকালে ধনসঞ্চয় করিয়াছ দে থ, যে কৃষকের তোমাদের শস্য ছেদন করিয়ছে, তোমরা অন্যায় করিয়া তাহাদিগকে বেতন দেও নাই, এই জন্যে সে সকলে আৰ্ত্তস্বর করিতেছে ; এবং সেই কৃষকদের আর্তস্বর সৈন্যধ্যক্ষ পরমেশ্বরের কর্ণে প্রবিষ্ট হইয়াছে । তোমর পৃথিবীতে হৃষ্টপুষ্ট হইয়া সুখভোগে কাল কাটাইয়াছ, এবং মহাভোজদিনের মত আপনাদের অন্তঃকরণকে তৃপ্ত করিয়াছ । এবং যে ধাৰ্ম্মিক জন তোমাদের বিরুদ্ধে কিছু করে নাই, তাহাকে দোষী করিয়া বধ করিয়াছ । হে ভ্রাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘসহিষ্ণুতা করিয়া থাক । দেখ, কৃষকের ক্ষেত্রের বহুমূল্য ফলের অপেক্ষা করিয়া আদি ও অন্ত এই উভয় কালের বৃষ্টি যাবৎ না হয়, তাবৎ দীর্ঘ সহিষ্ণুতা করিয়া থাকে ; অতএব তোমরাও দীর্ঘসহিষ্ণুতা করিয়া আপনং অন্তঃকরণে সুস্থির থাক ; প্রভুর আগমন নিকটবর্তি হয় । হে ভ্রাতৃগণ, তেীমরা যেন দণ্ড প্রাপ্ত না হও, এই জন্যে পরস্পর দ্বেষ করিও না ; দেখ, বিচারকর্তৃ। দ্বারসমীপে দণ্ডা য়মান আছেন । হে আমার ভ্রাতৃগণ, যে ভাব- ১ • 742 X R N9 (t
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৫২
অবয়ব