২ অধ্যায় পিতরের প্রথম পত্র । aga রাতে তোমরা ঈশ্বরেতে প্রত্যয় ও প্রত্যাশা করি২২ যা থাক । অতএব আত্মণদ্বার সত্য ধৰ্ম্মের অণজ্ঞাবহ হওয়াতে অকপট ভাবে ভ্রাতৃগণের সহিত পরস্পর প্রেম করণর্থে অণপন২ মন পরিস্কৃত করিয়া পবিত্র অন্তঃকরণের সহিত দৃঢ়ৰূপে পরস্পর প্রেম ২৩ কর । যেহেতুক তোমরা ক্ষয়ণীয় বীৰ্য্যহইতে নয়, কিন্তু অক্ষয়ণীয় বীর্যহইতে, ঈশ্বরের জীবনদায়ক ও অনন্তকালস্থায়ি বাক্যদ্বারা পুনর্জন্ম গ্রহণ করিয়াছ । ২৪ আর “ তাবৎ প্রাণীই তৃণস্বৰূপ, ও তাহদের তেজ “ তৃণপুষ্পের ন্যায় ; তৃণ শুষ্ক হইয়া যায়, এবং ২৫ “ তাহার পুষ্প বরিয়া পড়ে ; কিন্তু পরমেশ্বরের “ বাক্য অনন্তকালস্থায়ি ;” আর এই সেই বাক্য সুসমাচারদ্বার তোমাদের নিকটে প্রচারিত আছে । ২ অধ্যায় । ১ খ্রীষ্টের ভিত্তিমূলস্বরূপ হওন ও তাহার লোকদের মন্দিরস্বরূপ হওন ১১ ও সুখাভিলাষ ত্যাগ করণের ও শাসনকৰ্ত্তাদের বশীভূত হওনের আজ্ঞ ১৮ ও প্রভুদের কাছে দাসগণের বশীভূত হগুনের অভিজ্ঞ । ১ তোমরা তাবৎ দ্বেষ, ও সৰ্ব্বপ্রকার ছল, ও কপট্য ও ঈর্ষ্য ও তাবৎ পরনিন্দ পরিত্যাগ করিখ ং য় বৃদ্ধি পাইবার জন্যে নবজাত শিশুদের ন্যায় ৩ প্রকৃত রাক্যৰূপ দুগ্ধ পান করিতে ইচ্ছা কর । কেনন তোমরা প্রভুর অনুগ্রহের আস্বাদ জানিয়াছ । ৪ যিনি মনুষ্যকর্তৃক অবজ্ঞাত, কিন্তু ঈশ্বরকতৃক মনোনীত বহুমূল্য জীবৎ প্রস্তরস্বরূপ হন, তাহার নিক৫ টে অগসিয়া তোমরাও জীবৎ প্রস্তরময় পারমার্থিক এক মন্দিরন্ধপে নিৰ্ম্মিত হইতেছ ; এবং যীশু 747
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৫৭
অবয়ব