পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*○○ যোহনের প্রথম পত্র । [২ অধ্যায় । ২ অধ্যায় । ১ খ্রীষ্টের আমাদের পাপের প্রায়শ্চিন্তস্বরূপ হওন ৩ ও ঈশ্বরের আজ্ঞা পালন করাতে তাহার তত্ত্বজ্ঞানের চিহ্ন হওন ৭ ও পরসপর প্রেম করণের কথ1 ১২ ও সংসারকে প্রেম করণে নিষেধ ১৮ ও ভাক্ত খ্ৰীষ্টহইতে সাবধান হওনে ও সন্ত্য গ্রীষ্টে বিশ্বাস করণে নিবেদন । হে প্রিয় বালকগণ, কোন ক্রমে যেন তোমাদের পাপ না হয়, এই জন্যে অামি তোমাদিগকে এই কথা লিখি ; কেহ যদি পাপ করে, তবে ধাৰ্ম্মিক যীশু খ্ৰীষ্ট পিতার নিকটে আমাদের সহায় আছেন । এবং তিনি আমাদের পাপের জন্যে, তাহা কেবল নয়, সমুদয় জগজ্জনের পাপের জন্যে প্রায়শ্চিত্তস্বৰূপ আছেন । অণর অণমরা যদি তাছার আজ্ঞা পালন করি, তবে তাহাকে জানি, ইহা আপনার বুঝিতে পাfর । কিন্তু র্তাহাকে জানি, এমন কথা বলিয়া যদি কেহ তাহার আজ্ঞা পালন না করে, তবে সে সত্য ধৰ্ম্মহীন হইয়া মিথ্যাবাদী হয় । যে কেহ তাহার বাক্য পালন করে, তাহারই অন্তরে ঈশ্বরের প্রেম নিতান্ত সিদ্ধ হয় ; তাহ হইলে আ|মরা তঁহাতে আাছি, ইহা জানি । কিন্তু আমি র্ত হাতে থাকি, এমন কথা যে বলে, তাহার খ্রীষ্টের সদৃশ আচার ব্যবহার করা কৰ্ত্তব্য হয় । হে ভ্রাতৃগণ, অামি তোমাদের প্রতি কোন নূতন আজ্ঞা লিখি এমত নহে ; যে আজ্ঞা প্রথমাবধি তোমাদের নিকটে বিদ্যমান আছে, এমন পুরাতন আজ্ঞা লিখি ; তোমরা যে কথা প্রথমা 766 No 8