পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

No. ১ অধ্যায় ।] যোহনের প্রথম পত্র । ৭৬৫ য়া তোমাদিগকে জ্ঞাত করিতেছি । তার অামাদের সহিত যেন তোমাদের মিত্রত হয়, এই জন্যে যাহা দেখিয়াছি ও শুনিয়াছি, তাছাই তোমাদিগকে জানাইতেছি ; কেননা পিতা ও র্তাহার পুত্ৰ ৰী" খ্রীষ্টের সহিত তামাদের নিতান্ত মিত্রত আছে । এবং তোমাদের যেন সম্পূর্ণ আনন্দ হয়, এ কারণ এই সকল লিখিতেছি । যে সমাচার তাহার নিকটে শ্রবণ করিয়াছি, ও যাহ। তোমাদের কাছে প্রকাশ করি, তাছা এই, ঈশ্বর জ্যোতিঃস্বৰূপ ; তাহাতে অন্ধকারের লেশও নাই । তাহার সহিত আমাদের মিত্রতা আছে, এমন কথা বলিয়া যদি আমরা অন্ধকারে ভ্রমণ করি, তবে ধৰ্ম্মকৰ্ম্মকারী না হইয়। কেবল মিথ্যাবাদী হই । কিন্তু তিনি যেমন জ্যোতিনিবাসী, তদ্রুপ আমরাও যদি জ্যোতিতে গমন করি, তবে তামাদের পরস্পর মিত্রতা আছে ; এবং তাহার পুত্ৰ যীশু খ্রীষ্টের রক্ত তাবৎ পাপহইতে অণমাদিগকে পরিষ্কৃত করে । আর আমাদের পাপ নাই, এমন কথা যদি বলি, তবে আপনারাই আপনাদিগকে বঞ্চনা করি, এবং আমাদিগের অন্তরে সত্য ধৰ্ম্ম নাই । কিন্তু যদি আপনাদের পাপ আপনার স্বীকার করি, তবে ঈশ্বর আমাদের পাপক্ষমা করিতে ও তাবৎ অধৰ্ম্মহইতে আমাদিগকে পরিষ্কৃত করিতে বিশ্বাস্য ও ন্যায়কারী হন । অণর অ|মরা পাপ করি নাই, এমন কথা যদি বলি, তবে ঈশ্বরকে মিথ্যাবাদী বলা হয়, এবং আমাদের অন্তরে তাহার বাক্য নাই ৷ 765