পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

亀○ヶ যোহনের প্রথম পত্র । [২ অধ্যায় । ষয়ে প্রেম করিও না ; যে কেহ সংসারে প্রেম করে তাহাতে পিতার প্রেম থাকে না । কেননা ১ ৬ সাংসারিক বিষয় সকল, অর্থাৎ শারীরিক সুখাভিলাষ, ও চক্ষুর সুখাভিলাষ, ও ঐহিক গৰ্ব্ব, এই সকল পিতাহইতে নহে, সংসারহইতে হয় । অার ১৭ সংসার ও তাহার সুখভোগ লুপ্ত হইয়া যায় ; কিন্তু যে জন ঈশ্বরের ইষ্ট ক্রিয় করে, সে নিত্যস্থায়ী । ছে প্রিয় বালকগণ, শেষসময় উপস্থিত ; তৎ- ১৮ কালে ভাক্ত খ্রীষ্ট উপস্থিত হইবে, তাহ। তোমরা শুনিয়াছ ; কিন্তু এক্ষণে অনেক ভাক্ত খ্রীস্ট হইতেছে, অতএব এই যে শেষকাল, তাহা আমরা জ্ঞাত হইতেছি । তাহারা তামাদের হইতে নির্গত ১৯ হুইল বটে, কিন্তু আমাদের পক্ষীয় ছিল না ; কে- , নন। যদি আমাদের পক্ষীয় হইত, তবে আমাদের সহিত থাকিত ; তাহারা আমাদের পক্ষীয় নয়, ইহা ব্যক্ত করিবার জন্যে নির্গত হইল । কিন্তু ২০ পবিত্র ব্যক্তিহইতে তোমাদের এক অভিষেক আছে, তদদ্বারা তোমরা সকলি জানিতেছ। তোমরা ২১ যে সত্য ধৰ্ম্ম বিষয়ে অজ্ঞাত আছ, এই জন্যে তোমাদিগকে লিখিলাম, তাহা নয় ; কিন্তু সত্য ধৰ্ম্ম জ্ঞাত হইয়াছ, এবং সত্য ধৰ্ম্মের মধ্যে কোন মিথ্যা নাই, এই জন্যে লিখিলাম । যীশুই অ- ২২ ভিষিক্ত ত্ৰাণকৰ্ত্ত, ইহা যে জন অস্বীকার করে, সে ব্যতিরেকে মিথ্যাবাদী অণর কে আছে ? সেই জন পিতা ও পুত্রকে অস্বীকার করিয়া ভাক্ত খ্রীষ্ট হয় । যে কেহ পুত্রকে অস্বীকার করে, সে ২৩ 768