পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓፄ 8 যোহনের প্রথম পত্র । [৪ অধ্যায় । হে প্রিয়গণ, ঈশ্বর আমাদের প্রতি যদি এতো ১১ প্রেম করিলেন, তবে আমাদেরও পরস্পর প্রেম করা কৰ্ত্তব্য । কেছ কখনো ঈশ্বরকে দেখে নাই; কিন্তু ১২ আমরা যদি পরস্পর প্রেম করি, তবে ঈশ্বর আমাদের অন্তরে থাকেন, ও আমাদিগেতে র্তাহার প্রেম সিদ্ধ হয় । আর আমাদের প্রতি আপন ১৩ আত্মা প্রদান করাতে, তিনি যে অণমাদিগেতে থাকেন ও আমরা তঁহতে থাকি, ইহা জ্ঞাত আছি । এবং পিতা জগতের পরিত্রাণকারি আপন পুত্রকে ১৪ প্রেরণ করিয়াছেন, ইহা দেখিয়া আমরা সাক্ষ্য দিতেছি । তাহাতে যীশু ঈশ্বরের পুত্র, ইহা যে কেহ ১৫ স্বীকার করে, সে ঈশ্বরেতে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন । আমাদের প্রতি ঈশ্বরের প্রেম ১৬ আছে, ইহা আমরা জ্ঞাত হইয়। বিশ্বাস করি ; ঈশ্বর প্রেমস্বৰূপ ; আর যে জন প্রেমে থাকে, সেই ঈশ্বরেতে থাকে, এবং ঈশ্বর তাহাতে থাকেন । এই প্রকারে এই জগতে র্তাহার সদৃশ হওয়াতে ১৭ বিচার দিনের বিষয়ে আমাদের সাহস হইতেছে, ইহাতেই আমাদের মধ্যে প্রেম সিদ্ধ হয় । প্রেমে- ১৮ তে ভয় থাকে না, সিদ্ধ প্রেম ভয়কে দূর করে ; ভয়েতে যন্ত্রণ অাছে ; যে জন ভয় করে, সে প্রেমেতে সিদ্ধ নয় । তিনি প্রথমে আমাদিগ- ১৯ কে প্রেম করিয়াছেন, এই জন্যে আমরাও তাছাকে প্রেম করি । যে জন নিজ ভ্রাতাকে মৃণা ক- ২ • রিয়া, “আমি ঈশ্বরকে প্রেম করিতেছি, এমত কথা বলে, সে মিথ্যাবাদী ; কেননা আপনার যে ভ্রাতাকে দেখে, তাহাকে যদি প্রেম না করে, তবে 774