পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় ।] যোহনের প্রথম পত্র। a a \b খ্ৰীষ্ট মনুষ্যৰূপে অবতীর্ণ হইয়াছেন, যে প্রত্যেক শিক্ষক ইহা অস্বীকার করে, সে ঈশ্বরীয় লোক নছে, কিন্তু ভাক্ত খ্রীস্টের লোক ; আর এমন যে লোকের ভাবি আগমনের কথ। তোমরা শুনিয়াছ, ৪ তাহারা এখন জগতে উপস্থিত হইল । হে প্রিয় বালকগণ, তোমরা ঈশ্বরীয় লোক, এই প্রযুক্ত তাহাদিগকে জয় করিয়াছ ; যে হেতুক তোমাদের ৫ মধ্যবৰ্ত্তী সংসারের মধ্যবৰ্ত্তী অপেক্ষণও বড় । তাহারা সংসারের লোক, এই জন্যে কেবল সাংসারিক কথা কহে, এবং সংসারও তাহদের কথা ৬ মানে । আর আমরা ঈশ্বরের লোক ; যে কেহ ঈশ্বরকে জানে, সেই আমাদের কথা মানে ; কিন্তু যে কেহ ঈশ্বরের লোক নয়, সে আমাদের কথা মানে না । এই ৰূপে আমরা সত্য শিক্ষককে এবং ভ্রান্ত শিক্ষককে জানিতে পারি । ৭ হে প্রিয়বর্গ, তাইস, আমরা পরস্পর প্রেম করি ; কেননা প্রেম ঈশ্বরহইতে হয় ; আর যে কেহ প্রেম করে, সে ঈশ্বরহইতে জাত হয় এবং ঈশ্বর৮ কে জানে। কিন্তু যে জন প্রেম করে না, সে ঈশ্বরের তত্ত্বও জানে না ; যেহেতুক ঈশ্বর প্রেমস্বৰূপ ৷ ৯ ঈশ্বর আপন অদ্বিতীয় পুত্রদ্বারা আমাদিগকে পরমায়ু দিবার জন্যে র্তাহাকে এই জগতে পাঠাইলেন, ইহাতে তিনি আমাদের প্রতি আপন প্রেম প্রকাশ ১ • করিলেন । আমরা যে ঈশ্বরের প্রতি প্রেম করিলাম, তাহ নয় ; কিন্তু তিনি আমাদিগকে প্রেম করিয়৷ আমাদের পাপের প্রায়শ্চিত্ত স্বৰূপ আ| পন পুত্রকে পাঠাইলেন, ইহা প্রেমের বিষয় বটে। 773