পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nඋ ২ অধ্যায় ।] প্রকাশিত ভবিষ্যদ্বাক । ዓbሙፃ ২ অধ্যায়। ১ ইফির্ষীয় মণ্ডলীর প্রতি শ্রীষ্টের কথা ৮ ও সূর্ণ মণ্ডলীর প্রতি কথা ১২ ও পগাম মণ্ডলীর প্রতি কথা ১৮ ও থুয়াতীরা মণ্ডলীর প্রতি কথা । ইফিষ নগরস্থ মণ্ডলীর দূতের নিকটে এই প্রকার লিপি প্রেরণ কর । যিনি দক্ষিণ হস্তে সপ্ত নক্ষত্র ধারণ করেন এবং সপ্ত সুবর্ণ প্রদীপের মধ্যে গমনাগমন করেন, তিনি তোমার প্রতি এই ৰূপ কহেন ; তুমি যে প্রকার ক্রিয় ও পরিশ্রম ও ধৈৰ্য্য করিয়াছ, ও দুষ্টগণের ক্রিয় সহ করিতে পার নাই, এবং যাহারা আপনাদিগকে প্রেরিত করিয়া বলে, কিন্তু বাস্তবিক প্রেরিত নহে, তাহাদিগকে পরীক্ষাদ্বারা মিথ্যাবাদী নিশ্চয় করিয়াছ ; এবং ক্লান্ত না হইয়া আমীর নামের নিমিত্তে পরিশ্রম করিয়! ধৈৰ্য্যাবলম্বন পূর্বক অনেক সহ করিয়াছ, এ সকলি অামি জ্ঞাত আছি তথাচ তোমার বিরুদ্ধে আমার কিছু কথা আছে, তুমি আপন আদ্য প্রেম পরিত্যাগ করিয়াছ । কোথাহইতে তোমার পতন হইয়াছে, ইহা মনে করিয়া মনঃপরিবর্তন পূর্বক আদ্য কৰ্ম্ম কর ; নতুব। যদি মনঃপরিবর্তন না কর, তবে তামি ত্বরায় আসিয়া তোমার প্রদীপ স্বস্থানহইতে দূর করিব । কিন্তু আমি নীকলায়তীয় লোকদের যে কৰ্ম্ম ঘৃণা করি, তাহ তুমিও ঘৃণা করিয়া থাক, এই তোমার এক বিশেষ গুণ আছে । মণ্ডলীগণের প্রতি আত্মা যে কথা কহেন, যাহার কর্ণ অাছে সে তাহ শুনুক ; যে জন জয় করে, তাহাকে আমি ঈশ্বরের উদ্যানে উৎপন্ন অমৃত বৃক্ষের ফল ভোগ করিতে দিব । 787