পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায় ।] প্রকাশিত ভবিষ্যদ্বাক্য । breN。 বড় হাফরের ধূমের ন্যায় ধূম উদগত হওয়াতে ঐ ধূমদ্বারা সূৰ্য্য ও আকাশমণ্ডল অন্ধকারাবৃত ड्ड्रेल । পরে ঐ ধূমহইতে পৃথিবীতে পঙ্গপালের আগমন হইল, ও পৃথিবীস্থ বৃশ্চিকের ক্ষমতার ন্যায় তাহদিগকে ক্ষমতা দত্ত হইল । এবং পৃথিবীর কোন তৃণ কি হরিদুর্বর্ণ শস্য কি বৃক্ষাদির হিংস না করিতে, কিন্তু যাহাদের কপালে ঈশ্বরীয় মুদ্রার চিহ্ন নাই, কেবল সেই লোকদিগকে হিংসা করিতে তাহাদিগকে আজ্ঞ দত্ত হইল । তাছাদের প্রাণ হরণ করিতে নয়, কিন্তু পাচ মাস পর্যন্ত ক্লেশ দিতে পঙ্গপালকে ক্ষমতা দত্ত হইল ; এবং বৃশ্চিক দংশ নের জ্বালার ন্যায় তাহদের দংশনের জ্বালা হইল । > X সেই কালে মনুষ্যের মৃত্যুর অন্বেষণ করিবে, কিন্তু কোন প্রকারেই পাইবে না ; তাহারা মৃত্যুর আশা করিবে, কিন্তু মৃত্যু তাহাদের হইতে পলায়ন করিবে । ঐ পঙ্গপালের আকৃতি যুদ্ধার্থে সঙ্গীভূত অশ্বের ন্যায়, ও মস্তকে সুবর্ণ মুকুট, ও মনুষ্যমুখের ন্যায় তাহদের মুখ ; ও স্ত্রীলোকের কেশসদৃশ তাহাদের কেশ, ও সিংহদন্তের ন্যায় তাহাদের দন্ত ; ও লৌহ বুকপাটার ন্যায় তাহদের বুকপাট, এবং রণে ধাবমান বহু অশ্বযুক্ত অনেক রথের যাদৃশ শব্দ হয়, তাদৃশ তাছাদের পক্ষের শব্দ ; ও বৃশ্চিকের ন্যায় তাহাদের লাসূল, তন্মধ্যে হুল আছে ; এবং পাচ মাস মনুষ্যদিগকে হিংসা করিতে তাহাদের ক্ষমতা ! ঐ পঙ্গপালের রাজা অতলস্পর্শ কুণ্ডের দূত, তাহার নাম ইত্ৰীয় ভাষাতে অবদোন্থ ও যুনানী ভাষাতে আপলুয়োন ( অর্থাৎ বিনাশক । ) 803