পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b~రిశి প্রকাশিত ভবিষ্যদ্বাক্য । [৯ অধ্যায়। প্রজ্বলিত এক মহা পৰ্ব্বত সমুদ্রমধ্যে নিক্ষিপ্ত হইল । তাহাতে সমুদ্রের তৃতীয়াংশ জল রক্ত হইল ; ও সমুদ্রমধ্যস্থ তৃতীয়াংশ জলচর মরিয়া গেল, ও জীহাজ সমুদায়ের তৃতীয়াংশ নষ্ট হইল । পরে তৃতীয় দূত তুরীবৃনি করিলে আকাশহইতে উজজ্বল প্রদীপের ন্যায় নাগদেন নামে এক বৃহৎ নক্ষত্র খসিয়া নদনদীর তৃতীয়াংশের ও উনুই সকলের উপরে পতিত হওয়াতে তাহদের তৃতীয়াংশ জল নাগদেশনার ন্যায় তিক্ত হইল । তাহাতে জলের তিক্ততাপ্রযুক্ত অনেক ২ মনুষ্য প্রাণত্যাগ করিল । অপর চতুর্থ দূত তুরী বাজাইলে সূর্যের ও চন্দ্রের ও নক্ষত্রের তৃতীয়াংশ আঘাতপ্রাপ্ত হওয়াতে প্রত্যেকের তৃতীয়াংশ অন্ধকারে ব্যাপ্ত হইল, এবং দিবসের তৃতীয় ভাগ অন্ধকারাবৃত হইল, এবং রাত্রিরও তাপ হইল । তখন তামি দেখিতে ২ স্বগের মধ্য দিয়া উড়ডীয়মান এক দূতের উচ্চৈঃস্বরে উক্ত এই কথা শুনিলাম, হে পৃথিবী নিবাসির, যে অবশিষ্ট তিন দূত ভূরীধুনি করিবে, তাহদের তুরীধুনিতে তোমাদের সন্তাপ ও সন্তাপ ও সন্তাপ হইবে ।’ ১ অধ্যায় । ১ পঞ্চম স্তরীপুনি ও তাহাতে তার পতন ও অতলসপশ কুণ্ডের খুলন ও ঘোরতর পঙ্গপালের উত্থান ১৩ ও ষষ্ট্র জুরীধুনি <ः ७1হাতে চারি দূতের মুক্তি। অনন্তর পঞ্চম দৃত তুরীধুনি করিলে স্বৰ্গ হইতে পৃথিবীতে পতিত এক নক্ষত্রকে দেখিলাম ; পরে অতলস্পর্শ কুণ্ডের চাবি তাহাকে দত্ত হইলে সে ঐ অতলস্পর্শ কুণ্ড খুলিল । তাছাতে ঐ কুণ্ডহইতে 802 X > > R > N○