boe প্রকাশিত ভবিষ্যদ্বাক । [১২ অধ্যায়। আর স্বগেতে সংগ্রাম উপস্থিত হইল ; ফলতঃ মীখায়েল ও তাহার দূতগণ ঐ নাগের সহিত যুদ্ধ করিতে লাগিল ; তাহাতে সে নাগ ও তাহার দূতগণ যুদ্ধ করিয়া জয় করিতে না পারাতে স্বর্গমধ্যে আর স্থান পাইল না । কিন্তু ঐ তাবৎ জগদভ্ৰামক ও অপবাদক নামে বিখ্যাত পুরাতন সর্প অর্থাৎ বহৎ নাগ যে শয়তান, সে নিজ দূতগণের সহিত পৃথিবীতে নিক্ষিপ্ত হইল । তখন তামি স্বগেতে এই প্রকার এক মহারব শুনিলাম, “এক্ষণে আমাদের ঈশ্বরের জয় ও পরাক্রম ও রাজ্য এবং র্তাহার অভিষিক্ত ব্যক্তির ক্ষমতা উপস্থিত হইল ; কেননা দিবারাত্রি আমাদের ঈশ্বরের সাক্ষাতে অপবাদ করিত যে ভ্রাতৃগণের অপবাদক, সে অধঃপতিত হইল । পরন্তু তাহার। মৃত্যু পৰ্যন্ত আপন২ প্রাণকে প্রিয় জ্ঞান না করিয়া মেষশাবকের রক্ত ও আপন ২ সাক্ষ্যবাক্যদ্বার। তাহাকে জয় করিয়াছে ৷ অতএব স্বর্গ ও স্বর্গানবাসি লোক আনন্দিত হউক ; কিন্তু হে পৃথিবি ও সমুদ্র নিবাসিগণ, তোমাদের সন্তাপ হইবে ; কেননা শয়তান অণপন কাল সংক্ষেপ জানিয়া মহাক্রোধান্বিত হইয়া তোমাদের নিকটে নামিল । পরে ঐ নাগ আপনাকে পৃথিবীতে নিক্ষিপ্ত দেখিয়। ঐ পুত্রপ্রসবকারিণী স্ত্রীর প্রতি বিপক্ষত করিতে লাগিল । কিন্তু ঐ নাগের মুখহইতে যেন ঐ স্ত্রী এক কাল ও দুই কাল ও অৰ্দ্ধকাল পর্যন্ত রক্ষা পায়, এই নিমিত্তে অরণ্যে স্বস্থানে উড়িতে তাহাকে বড় উৎক্রেশশ পক্ষির ন্যায় দুই পক্ষ দত্ত 810 X > > R > N○ o 8
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮২০
অবয়ব