পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ অধ্যায় ।] প্রকাশিত ভবিষ্যদ্বাক্য । b-R@t শ্বৰ্য্যদ্বারা সমুদ্রস্থ সকল জাহাজের কৰ্ত্তারা ধনবান হইয়াছে, এমত নগরী এক দণ্ডের মধ্যে উচ্ছিন্ন৷ ২০ হইয়া গেল।” কিন্তু হে স্বৰ্গীয় লোক, ও পবিত্র লোক, ও প্রেরিতগণ, ও ভবিষ্যদ্বক্তৃগণ, তোমরা ইহাতে আনন্দ কর ; কেননা ঈশ্বর তোমাদের নিমিত্তেই ইহার এমত সমুচিত দণ্ড দিলেন । ২১ অনন্তর এক বলবান দূত বৃহৎ র্যাতার এক পাটের সদৃশ একখান প্রস্তর লইয়। সমুদ্রে নিক্ষেপ করিয়া কহিল, ইহার মত এই বৃহৎ বাবিল নগরী বলেতে অধঃক্ষিপ্ত হইবে, আর কখনো তাহার উ২২ দেশ পাওয়া যাইবে না । ইহার পরে বীণাবাদক ও বাদ্যকর ও বংশীবাদক ও ভূরীবাদক, ইহার তোমার মধ্যে আর কখনো যন্ত্র বাজাইবে না ; এবং ব্যবসায়ার্থে কোন প্রকার শিল্পকারী তোমার মধ্যে আর কখনো মিলিবে না ; এবং র্যাত পেষণের শব্দ তোমার মধ্যে আর কখনো শুনা যা২৩ ইবে না ; এবং প্রদীপের আলো তোমার মধ্যে আর কখনো দৃষ্ট ইইবে না ; ও বর কন্যার রব তোমার মধ্যে আর কখনো শুনা যাইবে না ; ষে হেতুক তোমার বণিকেরা পৃথিবীর মধ্যে প্রধান হইলে তোমার মায়াতে দেশীয় লোক সকলেই মো২৪ হিত হইল । আর পৃথিবীতে যত ভবিষ্যদ্বক্তার ও পুণ্যবান লোকের বধ হইয়াছে, সকলের রক্ত তো মণর মধ্যে পাওয়া গেল ।” ১৯ অধ্যায় । ১ বাবিল বেশ্যার দণ্ডের জন্যে স্বগীয় লোকদের গান করণ ও હોষ্টের ধর্ম বিবাহ ও মৃতকে ভজনা করণে নিষেধ ১১ ও জয়কারি গ্রীষ্টের দর্শন ১৭ ও মাংস ভোজন করিডে পক্ষিদের প্রতি আহ্বান । 825