২৫ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। bアペ) ঘর্ষণ অাছে, সেই স্থানে কপটিবগের সহিত তাহার অংশ নিৰূপণ করিবেন। ২৫ অধ্যায় । ১ দশ কন্যার দৃষ্টান্ত কথা ১৪ ও দুর দেশগামি মহাজনের ও তাহার দাসগণের দৃষ্টান্ত কথা ৩১ ও বিচারদিনের বিবরণ । ১ আর যে দশ কন্যা প্রদীপ লইয়। বরের সহিত সাক্ষাৎ করিতে বাহিরে গেল, তাহদের সহিত তখন স্বৰ্গরাজ্যের ২ সাদৃশ্য হইবে । ঐ কন্যাদের মধ্যে পাঁচ জন সুবুদ্ধি, আর ৩ পাচ জন নিবুদ্ধি ছিল যাহারা নিবুদ্ধি, তাহার প্রদীপ ৪ লইয়। সঙ্গে তৈল লইল না ; কিন্তু সুবুদ্ধির প্রদীপ ও ৫ পাত্ৰেতে তৈল লইল । পরে বর বিলম্ব করিলে সকলে ৬ ঢুলিতেই নিদ্রান্বিত হইল । অনন্তর অৰ্দ্ধরত্র সময়ে, ‘দেখ বর আসিতেছেন, তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহিরে ৭ যাও, এই জনরব হওয়াতে সে সকল কন্য। উঠিয় প্রদীপ ৮ প্রস্তুত করিতে লাগিল । তাহাতে নিবুদ্ধির সুবৃদ্ধিদিগকে বলিল, কিছু তৈল দেও, আমাদের প্রদীপ নিবিয়া গি৯ য়াছে । কিন্তু সুবুদ্ধির উত্তর করিল, দিলে কি জানি তোমাদের ও আমাদের উভয়ের তৈলের আকুলান হয় ; বরঞ্চ বিক্রেতাদের নিকটে গিয়া আপনাদের জন্যে ক্রয় ১ • কর । অপর তাহার ক্রয় করিতে গেলে পর বর আইলেন ; তাহাতে যাহারা প্রস্তুত ছিল, তাহারা তাহার সঙ্গে ১১ বিবাহবাটীতে প্রবেশ করল । পরে দ্বার বদ্ধ হইলে অন্য কন্যারা আসিয়া কহিল, হে প্রভো, হে প্রভো, অামাদের ১২ নিমিত্তে দ্বার খুলিয়া দিউন । কিন্তু তিনি উত্তর করিলেন, ১৩ যথার্থ কহিতেছি, আমি তোমাদিগকে জানি না । অতএব জাগ্রৎ হইয়া থাক; মনুষ্যপুত্র কোন দিবসে ও কোন দণ্ডে আসিবেন, তাহা তোমরা জান না । 83
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৯৩
অবয়ব