পাতা:ধর্ম্মপুস্তকের প্রামাণ্য.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిషి ধমুপূিস্তক পাঠ করিয়া কিম্ব তাহার কথা শ্রবণ করিয়া অনেক পাপি লোক পাপ ত্যাগ করিয়াছে এবপ্ৰ এখনও করিতেছে, আর অনেক সাধু লোকের সভাৰ ও সদাচরণ বৃদ্ধি পাইয়াছে এবণ এখনও পাইতেছে, এব^ দুঃথিত ও শোকাৰ্ত্ত ও মুতকল্প সহসু ২ লোক সত্য সাম্বন পাইয়। আনন্দে প্রফুল্ল হইয়াছে। এমন উত্তম ফল কি মন্দ বৃক্ষেতে জন্মিতে পারে ? তৰে ধৰ্ম্মপুস্তককে কি কল্পিত শান্ত্র বলা যাইতে পার ? 橡 ধৰ্ম্ম পুস্তক ঈশ্বর দত্ত নহে, এমন প্রমাণ পাইতে কে বাঞ্চ করে ? না, পাপে র ত কোন ২ লোক বিন আর কেহ করে না । এব°N ধৰ্ম্মপুস্তক ঈশ্বর দত্ত, ইহা কে আতি দৃঢ়ৰূপে বিশ্বাস করে ? না, অতিধাৰ্ম্মিক লোক সকল এমন বিশ্বাস করে। পাপিষ্ঠ লোকেরা যে পস্তক ঘৃণা করে, এবণ ধাৰ্ম্মিক লোকের যে পুস্তক অতি ভাল বাসে, সে কি ঈশ্বরীয় পুস্তক নহে ? ধৰ্ম্মপুস্তক শত ২ বৎসরাবধি নানা ভাষাতে ভাষান্তরীকৃত হইয়া নানা কালের নানাদেশীয় সৰ্ব্বপ্রকার লোকের হস্তে থাকিয়া আসিতেছে । ভাল, এমন দীঘকালের মধ্যে তা হা ঈশ্বরদত্ত নহে, এমত প্রমাণ হইলে অবশ্য প্রকাশ পাইত ; যেহেতুক অনেকে তাহাতে বিরক্ত হইয়। এমত প্রমাণ পাইতে নেক অচেষ্টা করি= য়াছে। কিন্তু পেচক ও চামচিক সকলের শজুতাদ্বার। যেমন সূৰ্য্য অদ্যাপি নিম্ভেজ হয় নাই, তদ্রুপ অজ্ঞান ও আত্মাভিমানি ও দুষ্ট শতুদের চেষ্টাদ্বারা ঈশ্বরদত্ত ধৰ্ম্মপুস্তকের অদ্যাপি কোন ক্ষতি হয় নাই। বর^