পাতা:ধর্ম্মপুস্তকের প্রামাণ্য.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి) লাধু হওয়াতে ধৰ্ম্মপুস্তকের সত্যমিথ্যা জানিতে সরলরূপে চেষ্টা করিয়াছেন, এব^ অতি জ্ঞানবান হওয়াভে তাহার সত্যমিথ্য নিশ্চয় করণে সমর্থ ছিলেন, র্তাহাদের যদি এ বিষয়ে ভুান্তি হইয়াছে, তবে কোন বিষয়ে কাহার ভু্যন্তি না হক্টৰে ? ধৰ্ম্মপুস্তকের রচনাকারি লোকদের মধ্যে যদ্যপি কেহ ২ জ্ঞানি লোক ছিলেন, তথাপি কেহ ২ অজ্ঞান ও ইতর লোকও ছিলেন, ইহা তাহাদেরই সাক্ষ্যদ্বার। সপ্রমাণ হয়। র্তাহাদের মধ্যে কেহ গোরক্ষক, কেহ বা মৎস্যধারী ছিলেন। ভাল, এমন লোকের কল্লিত পুস্তুক লিখিলে তাহাদের সেই প্রবঞ্চন। কি জ্ঞানি লোকদের হক্টতে গুপ্ত থাকিতে পারিত ? অার ঈশ্বরের আদেশ বিন এমন আশ্চর্য্য পুস্তক লেখা কি তাছাদের সাধ্য ছিল ? ধৰ্ম্মপুস্তক যদি ঈশ্বরদত্ত নহে, তবে তন্মধ্যে লিখিত যে শত ২ ভবিষ্যদ্বাক্য সফল হইয়াছে এব৯ অদ্যাপি সফল হইতেছে, সেই সকল ভবিষ্যদ্বাক্যের বিষয়ে কি বলা যাইলে ? প্রবঞ্চক মনুষ্যেরা ঐ সকল কথা কি দৈবাৎ লিথিয়াছে ? কিম্বা কালবৃক্ষের শত ২ ঘটনারূপ ফল কি দৈবাৎ ঐ পূৰ্ব্বলিখিত বচনানুসারে ফলিয়াছে ? কোন পাগল লোক যদি খেলা করিতে দৈবাৎ কোন অট্টালিকার নকসা লিখে, তবে লক্ষ ২ ইষ্টক কি দৈবাৎ মৃত্তি কাহষ্টতে উৎপন্ন হইয়। দৈৰাৎ ঐ নকলার মতে শ্রেণীবদ্ধ হইয়া আপনার অট্টালিকা হইয় উঠে ? ঈহ! কি সম্ভব হক্টতে পারে ?