পাতা:ধর্ম্মপুস্তকের প্রামাণ্য.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

➢ዓ• নহে বর^ তাহাদের অধিকাexশ আত্মাভিমানি বিদ্যাবিশিষ্ট লোক । পরিত্রাণে মনুষ্যমাত্রের প্রয়োজন, এব^ সদাচরণ কর। মনুষ্যমাত্রের উচিত, অতএব পরিত্রাণের উপায় ও সদাচরণ বিষয়ক আদেশ জ্ঞাত হওয়া সকলের জাৰশ্যক, এই নিমিত্তে ধৰ্ম্মপুস্তক পাঠ করণে সকলের অধিকার অাছে । * কোন দেশের রাজা সৰ্ব্বসাধারণের প্রতিপালনীয় যে সকল আজ্ঞা প্রকাশ করেন, তাহ পাঠ করণে কিস্থা জ্ঞাত হওনে সকল প্রজাদের অধিকার অাছে । অতএব মনুষ্যজাতির রাজা যে ঈশ্বর, তাহার সমস্ত আজ্ঞা পাঠ করণেও মনুষ্য সকলের অধিকার অাছে । কোন পিত। যদি দূরদেশ হইতে আপন সন্তানদিগের নিকটে পত্র পাঠান, তবে সেই পত্র পাঠ করণে র্তাহার সকল সন্তানের অধিকার আছে । তদ্রুপ আমাদের স্বৰ্গস্থ পিতা পৃথিৰীনিৱাসিদের নিকটে যে গ্রন্থ পাঠাইয়। দিয়াছেন, তাহাও সকলে পাঠ করিতে পারে । প্রজা জমীদারের নিকটে যে ভূমি লয়, তাহার পাউ। পাঠ করণে প্রজার অধিকার অবশ্য আছে । ঈশ্বর জমাদারস্বৰূপ, পরিত্রাণ ও স্বগীয় সুখ ভূমিস্বৰূপ, ধৰ্ম্ম পুস্তক পাউণস্বৰূপ, পাপি মনুষ্য প্রজাস্বৰূপ, সুতরা৯ ধৰ্ম্মপুস্তক পাঠ করণে তাহার অধিকার আছে । - প্রভূ যৗন্ত শ্রীষ্টের ও তাছার প্রেরিতগণের যে সকল উপদেশ শ্রবণেন্দ্রিয়দ্বারা অবগত হওনে পূৰ্ব্বে সকলের অধিকার ছিল, সেই উপদেশ সকল দর্শনেন্দ্রিয়দ্বারা