পাতা:ধর্ম্মপুস্তকের প্রামাণ্য.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७० পরিব্রাজকের বক্তৃতা। চিরসম্মানিত ধৰ্ম্মশাস্ত্রোক্ত ‘ধৰ্ম্ম” এই প্রশস্ত নাম পরিত্যাগ পূর্বক আধুনিক নাম-করণ দ্বারা ভক্তিভাজন শাস্ত্রবেত্তাগণের বিরোধে বাক্যবিন্যাসে বাসন করি না। বিশেষতঃ “হিন্দু" এই শব্দটী পারস্য ভাষার ; ইহার অর্থ “কাফের,” “কৃষ্ণবর্ণ,” “বিধৰ্ম্মী"। মুসলমানগণ সিন্ধুনদ-পরপরবর্তীগণকে “হিন্দু" বা “কাফের" বলিত, এবং তাহ হইতেই ভারতবর্যকে “হিন্দুস্থান" বা “কাফেরদিগের বাসস্থান’ বলিয়। নাম দেওয়া হয়। মুসলমানগণের প্রাদুর্ভাব-কালে তাহদের কঠোর শাসন-ভয়ে ভারতবাসীগণ রাজ-জাতির গৌরব-ব্যাখ্যা-ছলে আপনার “হিন্দু" বা “কাফের" এই ঘূণাকর পরিচয় দানে বাধ্য হইয়াছিলেন। কালক্রমে "হিন্দু" শব্দটার অর্থবোধহীনতা-প্রযুক্ত উহা আমাদিগের গৌরব-বাচক হইয়া দাড়ইয়াছে। আমরা এখনও "হিন্দু বলিতে আহলাদ প্রকাশ করি। এই কথাটী আহলাদের সহিত পরিচয় দিবার সময় যদি একজন পারস্য-ভাষাবিদ (মৌলুী) শুনিতে পান, তবে তিনি মনে মনে কতই হাস্য করিয়া থাকেন। অতএব “হিন্দু" নাম ধারণ করিয়৷ আমাদের গৌরবের পরিচয় দেওয়া হয় ন। । এজন্য আজ কাল পণ্ডিত ও শিক্ষিত সম্প্রদায় হিন্দুধৰ্ম্ম" এই শব্দের পরিবর্তে “আৰ্য্য ধৰ্ম্ম” বা "সনতন ধৰ্ম্ম” ব্যবহার করিয়া থাকেন । এটী বরং কিয়ং পরিমাণে প্রশস্ত। কেন না, বর্তমানকাল প্রচলিত বহু পৰ্ম্ম-সম্প্রদায়ের মধ্যে বিশেষ করিয়া বলিতে হইলে ‘আর্য ধৰ্ম্ম" অর্থাৎ, আমাদিগের পরমশ্রদ্ধাস্পদ আৰ্যাগণের চিরাচরিত “সনাতন ধৰ্ম্ম" এইরূপ ব্যাখ্যা ভিন্ন অন্য