পাতা:ধর্ম্মব্যাখ্যা (প্রথম পর্ব্ব).djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

શજી] ধৰ্ম্মব্যাখ্যা । - (t) এই সকল গুলি লক্ষ্য করিতে২ পরে আপনিই এই সকল-যন্ত্র-সংলগ্ন স্বায়ুমণ্ডল এবং তন্মধ্যবৰ্ত্তি শক্তির অনুভব হইবে। তণ্ডু নাভিচক্রে ধারণা হইবে। মস্তিস্কের মধ্যে অথবা ব্রহ্মরন্ধে ধারণা করিতে হইলে প্রথম সমস্ত-মস্তক প্রদেশের অনুভব হইবে, তৎপর মস্তকের চৰ্ম্ম ও অস্থির বেষ্টনটি বাদ দিয়া সমস্তটা মস্তিষ্কের অনুভব হইবে, তৎপর মস্তিষ্কের অভ্যন্তর প্রদেশের অনুভর হইয়া “ধারণা” হইবে। * কিন্তু নাসিকাগ্র বা জিহ্বাগ্রাদি স্থানে “ধারণা” করিতে হইলে প্রথমেই

  • \

পৰ্য্যন্ত আসিয়া ক্রমে দক্ষিণ ভাগে প্রায় পঞ্জরাস্থির নিকটে সরিয়া গিয়াছে; তৎপর দক্ষিণ-ভাগ হইতে ফিরিয়া আবার একটু নিম্নভাবে প্রায় সোঝাসোকী বামভাগে গিয়াছে, বামভাগে গিয়া আবার নিম্নাভিমুখ হইতে হইতে দক্ষিণভাগে কতকটা গিয়া আবার প্রায় নাভির নীচে ফিয়িয়া আসিয়া সপেরস্তায় কএকটি কুণ্ডলী পাকাইয়া অবার নিম্নাভিমুখে গিয়াছে, ইহার শেষ মুখ গুহ্যদ্বার । J এই প্রণালীটীর বর্ণ একটু কালিমামিশ্রিত , শাদাশাদা,--ইহার মধ্যে বরারর চোঙ্গেরন্যায় ফাক আছে, কিন্তু সেই মধ্যটার গাত্রে চারিদিকে শৈবালের মত আঁটা-আঁটা পিছিল-পিছিল একপ্রকার পদার্থ আছে। এই প্রণালীটি যখন বক্ষপ্রদেশের নিম্নভাগ পৰ্য্যন্ত গিয়া কিছুদক্ষিণ ভাগে সরিয়া আবার বামভাগ পৰ্য্যন্ত গিয়া কিছু দক্ষি৭ ভাগাবিমুখে ফিরিয়াছে, তখন সেই স্থানটি, অর্থাৎ এই চোঙ্গাকার-প্রণালী দক্ষিণ ভাগ হইতে ফিরিয়া বামভাগ পৰ্য্যস্ত যাইতে উহার যে দীর্ঘত টুকু ব্যয়িত হয়,-যাহ প্রায় ৮ অঙ্গুলীরও কিছু অধিক দী হইবে, সেই অংশটি অনেকটা মোটা, ইহার বেষ্টনটি প্রায় ১৬১৭ অঙ্গুলী হইবে। তাহার পর, আবার সেই পূর্বের মত সরু হইয়া গিয়াছে। এই মোটা স্থানটি রবারেরন্তায় স্থিতিস্থাপক গুণযুক্ত পদার্থের দ্বারা রচিত এবং ইহার দুই মুখই সরু, আর মধ্যটা ঐরূপ মোট, ইহা আকারে প্রায় একটি ভিস্তি বালার'মশকের আকৃতি গ্রহণ করিয়া আছে। আমব যেসকল বস্তু পানাহার করি তাহা গলপ্রণালীর দ্বারা গিয়া প্রায়