পাতা:ধর্ম্মব্যাখ্যা (প্রথম পর্ব্ব).djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७० 鸭 ধৰ্ম্মব্যাখ্যা । { फुडौङ्ग ६ স্নায়ু সমূহ স্বভাবতঃই অত্যন্ত উষ্ণবীৰ্য্য বা উত্তেজিত, তাছাদের স্বায়ু সমূহে অতিশয় মৃদ্ধ আঘাত লাগিলে, তাহার উত্তেজনা বা উক্তিত একটু কমে ; স্নায়ুর উত্তেজনা একটু কমিলে আত্মার শক্তি পূর্কের মত ফস্কিয়া না গিয়া সবল ভাবে বিসর্পিত হইতে পারে, ( পৃ প ) কিন্তু এতদবস্থায় যদি আরও অধিক তীব্র আঘাত লাগে। তবে যতই তীব্র আঘাত লাগিবে ততই অধিক উত্তেজিত হইবে। এবং আরও অধিক উত্তেজিত বা উষ্ণবীৰ্য্য হইলে স্নায়ুমণ্ডলের দ্বারা আত্মার শক্তি প্রবাহের বিশেষ ব্যাঘাত, তাহা হইলে, আত্মার শক্তি রীতিমত বিস্তৃম্ভিত হুইয়া স্নায়ু সমূহের মধ্যে আসিয়া বলহীন হইয়া অতি চঞ্চলভাবে যেন ফসকিয়া যায়। ( পৃ প) আর যাহার স্নায়ু সমূহ স্বভাবতঃই কিছু দুৰ্ব্বল (মধ্যমবল ) অর্থাৎ না অধিক উত্তেজিত বা উষ্ণবীৰ্য্য, এবং না অধিক শীতবীৰ্য্য বা জড়দশাপন্ন। তাহার স্নায়ু সমূহে যদি মধ্যম পরিমাণে বা মৃদু পরিমাণে আঘাত লাগে তবেই তাহার স্নায়ু সমূহ আর একটু বেশী শীতবীৰ্য্য হয়, আত্মার শক্তি পরিচালণায়ও সুবিধা হয় ( পৃ প ) আর যদি ঐ অবস্বার লোকের স্বায়ুসমূহের মধ্যে আরও অধিক গুরুতর আঘাত লাগে তবে আরও অধিক উত্তেজিত হইলে, তদ্বারা আত্মার প্রবাহে আরও অসুবিধা, অর্থাৎ- ফসকিয়া যায়, ক্ষীণবীৰ্য্য হইয়া যায়, (পৃ প) । এই কথা গুলি বেশ স্মরণ রাখিয়া এখন রসের বিষয় শুন ;– • ( শ্লেষ্মাধিক প্রকৃতির রসবিশেষে স্থখ দুঃখের কারণ নির্ণয় । ) শ্লেষ্মপ্রধান প্রকৃতির স্নায়ুগুলি স্বভাবতঃ কিছু অধিক পরিমাণে শীতবীৰ্য্য, জড়িত ও গুরুত্বভাবাপন্ন থাকে (পৃ প) এই অবস্থার যদি তাহার রসনাদি ৰিসপিত ঝাল কিম্বা লবণ রসের সেই তীব্র আঘাত লাগে তবে স্নায়ুর মধ্যে পূৰ্ব্বাপেক্ষায় আর একটু চেতিয়া উঠে, একটু উষ্ণবীৰ্য্য এবং উত্তেজিত ও ক্ষপ্তিযুক্ত হয়, সুতরাং তখন আত্মার গতায়াতে অতিরিক্ত বাধা কাটিয়া গিয়া উপযুক্ত যত বাধক হয়, অর্থাৎ আত্মার উত্তম পরিচালক হয়। তখন জায়৷